এই এক পাতাতেই কাত হবে সুগারের সমস্যা, কী ভাবে ব্যবহার করবেন? জানুন এক ঝলকে
Health News: প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রতিটি মানুষই কোনও না কোনও রোগে ভুগছেন। কিছু রোগ আছে যা চিকিৎসা করালেই সেরে যায়। আবার কোনও রোগ ঘরোয়া উপায়েই নির্মূল সম্ভব। আসুন জেনে নিই বিস্তারিত। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ঘরোয়া উপায়েই নানা রোগ নির্মূল
এই মুহুর্তে দেশের প্রায় অর্ধেক মানুষই সুগারে আক্রান্ত। কিন্তু এই রোগটি যতই চিকিৎসা করান না কেন তা একেবারে গোড়া থেকে নির্মূল করা সম্ভব নয়। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে সুগারের রোগীদের নানারকম সমস্যা পোহাতে হয়। মেনে চলতে হয় কঠোর ডায়েট চার্ট।
সুগার হলে শরীরে কী কী সমস্যা দেখা দেয়?
কারও শরীরে যদি একবার সুগার ধরা পড়ে তাহলে তিনি ঘনঘন জলশূন্যতায় ভুগবেন। এমনকি বারবার জলতৃষ্ণা পাবে। রক্তে অতিরিক্ত সুগারের উপস্থিতির কারণে কিডনির রক্ত পরিস্কার করার জন্য অতিরিক্ত কাজ করে এবং শরীর থেকে মূত্রের মাধ্যমে সুগার বের করে দেয়। এই কারণে বারবার প্রস্রাব এবং জল তৃষ্ণা পাই।
সুগারের প্রধান লক্ষণ কী?
চিকিৎসকদের মতে সুগারের প্রধান লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব পাওয়া। সুগারের সময় শরীরের কোষে গ্লুকোজ না পৌঁছনোয় শরীরে শক্তির সরবরাহ সম্পূর্ণ হয় না। যার কারণে সুগারের রোগী সর্বদা ক্লান্তি অনুভব করে। এবং তাড়াতাড়ি খিদে পায়।
ঘরোয়া উপায়ে সুগার রোধ
তবে ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু জিনিস মেনে চললে সুগার রোধ করা সম্ভব। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও হবে না। যদিও সুগার প্রতিরোধে ঘরোয়া এই চিকিৎসার জন্য আকন্দ পাতার প্রয়োজন। তবেই মিলবে মুক্তি।
আকন্দ পাতায় সুগার রোধ
আকন্দ পাতা ব্যবহার করে সুগারের সমস্যা থেকে নিস্তার পেতে পারেন আপনি। প্রথমেই একটি আকন্দ পাতা নিন। এবার ওপরের সরু ডালটি ভালো করে কেটে নিন। তারপর সেটি পায়ের তলায় ভালো করে বেঁধে রাখুন। এরপর সারারাত সেটি পায়ের তলায় রাখুন। এইভাবে নিয়মিত ২০ দিন ব্যবহার করুন। সুফল মিলবে। আপনার সুগারের সমস্যাও দ্রুত সমাধান হবে।

