সংক্ষিপ্ত

  • ফলের দানার উপকারিতা অনেক
  • তরমুজের দানা চিবিয়ে খান
  • শরীরের অনেক সমস্যা মেটাবে তরমুজের দানা
  • পুরুষদের পক্ষে এই দানা খাওয়া উচিত

ফলের দানা ফেলে তা খাওয়ার কথাই সবার আগে মাথায় আসে। কিন্তু বিভিন্ন ফলের দানার গুণাগুণ বিভিন্ন। এই দানাগুলোর উপকারিতা জেনে নিয়েই তা চিবিয়ে খান, মিলবে উপকার। তরমুজ গ্রীষ্মকালে সবার বাড়িতেই আসে। এই সময় তরমুজের দানা ফেলে না দিয়ে যদি চিবিয়ে খাওয়া যায় তবে তা থেকে শরীরের অনেক সমস্যা কমে যায়।

আরও পড়ুনঃ ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তুলতে এই সাতটি ফলের জুড়ি মেলা ভার

নিজেকে কী কী উপায় সুস্থ রাখতে খাবেন তরমুজের দানা জেনে নিনঃ
১) রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় তরমুজের দানা থেকে। অল্পতেই ভোগা যাদের অভ্যাস, তারা যদি রোগ প্রতিরোধ করতে চান তবে ওষুধের বদলে তরমুজের দানা চিবিয়ে খান।
২) ডায়াবেটিস রোগে আক্রান্ত যাঁরা তাদের জন্য মোক্ষম ওষুধ হল তরমুজের দানা। তরমুদের সঙ্গে এই দানা খেয়ে নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৩) হার্টের পক্ষে এই দানা ভিষণভাবে উপকারী। এতে ম্যাগনেসিয়াম থাকার ফলে তা হার্টকে সময় মতন কাজ করতে সাহায্য করে, ও রক্তচলাচল স্বাভাবিক রাখে।
৪) পুরুষদের ক্ষেত্রে এই দানা চিবিয়ে খাওয়ার উপকারিতাও অনেক। মূলত শুত্রাণুর মান বাড়িয়ে তোলে, এবং প্রজনন ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। তাই তরমুজের সঙ্গে দানাও খেয়ে নেওয়া উচিত।
৫) মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি কর। বুদ্ধি বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই মস্তিষ্কের যত্ন নিতে এই দানা চিবিয়ে খান।