Lifestyle Tips: পুজোর সময় ঠাকুর দেখতে বেরোচ্ছেন রাতভর কিন্তু চিন্তা করছেন আপনার বাড়িকে পাহারা দেবে কে? তাহলে এই পন্থা গুলি অবলম্বন করুন।

Lifestyle Tips: বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। বিভিন্ন রকম থিম প্যান্ডেল থেকে শুরু করে পুরো কলকাতা জুড়ে যেভাবে দুর্গোৎসব পালন করা হয় মনে হয় না তা বাংলার কোথাও এরকম এত জাকজমক পূর্ণতা থাকে। বছরে একবার এই পাঁচটা দিন সকলে মন খুলে আনন্দ করে। সারাদিন তো ঠাকুর দেখা হয়ই সারারাত সকলে কলকাতার ঠাকুর দেখতে বেরোন। কিন্তু রাতে বেরোলেই একটা চিন্তা থেকে যায় বাড়ির পাহারা কে দেবে। যে বাড়িতে থাকার কেউ নেই সেই বাড়ি খালি রেখেই বেরোতে হয় পুজো দেখতে। সেক্ষেত্রে একটা চিন্তা বিষয় থেকেই যায়। এইরকম পরিস্থিতিতে কি কি উপায়ে আপনি করতে পারেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা যাক।

বাড়ি থেকে বেরনোর আগে কী কী মাথায় রাখবেন?

* পুরো বাড়ি যদি ফাঁকা রেখে পুজোর সময় ঘুরতে যান। তাহলে বিশ্বাসযোগ্য কোনো প্রতিবেশী বা আত্মীয়কে জানিয়ে যান। অন্তত তারা যাতে একবার হলেও বাড়ির চারপাশের খোঁজ নেয়। যাতে চোরেরা বুঝতে না পারে বাড়ি পুরো ফাঁকা রয়েছে।

* ডিজিটাল সিকিউরিটি ব্যবহার করতে পারেন। আজকাল অনেকেই সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট ডোর লক ব্যবহার করেন। এইগুলি মূলত মোবাইলের সাথে কানেক্ট করা থাকে। এবার বাড়ির ফাঁকা থাকলো আপনি নিজেই বাড়ির না নজরদারি করতে পারবেন। এর ফলে চোর আপনার বাড়িতে ঢোকার সাহস পাবে না।

* গোপনীয়তা বজায় রাখুন । সোশ্যাল মিডিয়ায় বাড়ি ফাঁকা রেখে প্যান্ডেল হপিং করতে যাচ্ছেন বা ট্রিপে যাচ্ছেন এমন ধরনের কোন পোস্ট করবেন না। কারণ এগুলো অচেনা লোকের কাছেও পৌঁছে যেতে পারে। যা পড়ে বিপদ ডেকে আনতে পারে।

* জরুরী নম্বর সঙ্গে রাখুন। প্রয়োজনে পুলিশের হেল্প নম্বর অথবা স্থানীয় থানার নম্বর সঙ্গে রাখুন। সন্দেহজনক কিছু দেখলে প্রতিবেশীকে বলুন পুলিশকে খবর দিতে।

* বাড়িতে অনেক টাকাপয়সা বা গয়না রেখে যাবেন না। সেগুলো ব্যাংকের লকারে রাখুন। প্রয়োজনে বাড়ির মধ্যে লকার বা সেফ ব্যবহার করুন, যা ভেঙে নেওয়া কঠিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।