কুকুর আমাদের খুবই খুবই প্রিয় একটি পোষ্য। তারা যেমনি আদর দিতে ভালবাসে তেমনি আদর খেতেও ভালবাসে। কিন্তু তাদের লালা রস থেকে আমাদের সতর্ক থাকা খুবই জরুরী।

আজকাল তো প্রায় অনেক বাড়িতেই পোষ্য থাকে। একা থাকেন বা পরিবার সমেত থাকেন পোষ্য গুলি আমাদের মধ্যে একটা সদস্য হয়ে ওঠে। এই চারপে পোষ্য গুলি ধীরে ধীরে আমাদের জীবনের এমন একটি অঙ্গ হয়ে ওঠে তখন আমরা এদের আদর যত্ন না করে বা নিজের সন্তানের মত এদের যত্ন আত্তি না করে আমাদের যেন দিন যায় না। এক কথায় বলতে গেলে এই সারমেওরা আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। যার ফলে আমরা বিছানা হোক বা যেকোন জায়গায় আমরা তাদেরকে অতি অনায়াসে রেখে তাদের সাথে আমরা সময় অতিবাহিত করি। এরাও মানুষের আদর যত্ন পেতে খুবই উদগ্রীব ও প্রভুভক্ত হয়ে থাকে।

যখন এরা আদর পায় এবং আদর করতে যায় তাদের মনিবদের তখন এরা তাদের কাছে ঘেঁষে জিভ দিয়ে চেটে নিজেদের আবেগটাকে প্রকাশ করতে পিছপা হয় না। কখনো বা অনেকক্ষণ পরে মনিবকে দেখলে এরা আদর করতে উদ্বিগ্ন হয়ে ওঠে। তবে জানেন কি এই পোষ্য দের লালা প্রচন্ড ক্ষতিকারক?

বিশেষজ্ঞরা বলছেন, ওদের লালারসে থাকে অণুজীব। যার জেরে মানুষের ডায়রিয়া, জ্বর-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। সালমোনেলা (ব্যাকটেরিয়া) বিভিন্ন উপায়ে সংক্রমিত হতে পারে। তবে কুকুরের সঙ্গে লালারসের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি। কুকুরেরা খুব ঘন ঘন নিজেদের গ্রুম করে। পশম, মুখবয়ব থেকে ব্যাকটেরিয়া যায় মুখে। যখন সে মানুষকে মূলত চোখ-মুখে জিভ দিয়ে আদর করে তখন তা সহজেই ছড়িয়ে যায়।

আসুন তাহলে জানা যাক কীভাবে সাবধান হবেন আপনার আদরের পোষ্যদের থেকে?

১. বিশেষজ্ঞদের পরামর্শ, পোষ্যকে আদরের পর, তাঁদের স্নান করানো বা খাওয়ানোর পর ভালো করে নিজের হাত ধুয়ে নিন।

২. চেষ্টা করুন জিভের আদর এড়িয়ে যাওয়ার। মূলত, চোখ-মুখে লালারস যাতে না লাগে সেদিকে নজর দিন।

৩. পোষ্যকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান। যাতে কোনও সমস্যা থাকলে দ্রুতই জানতে পারেন।

৪. পোষ্যের বিছানা, খাবারের বাসন পরিচ্ছন্ন রাখুন।

দেখুন সতর্কতা অবলম্বন করা মানেই কিন্তু পোষ্যের সঙ্গে দূরত্ব বাড়ানো তা নয়। ওদের মতো বন্ধু আর কে আছে! সারাদিনের ধকলের পর যখন ওদের কাছে এসে বসবেন তখন ওদের নিষ্পাপ মুখটা এবং ওদের আদর আপনাকে ভুলিয়ে দেবে সারাদিনের ধকল। কিন্তু নিজের সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে। তাই পোষ্যেকে আদরের সময়, তার সঙ্গে খেলাধুলোর সময় কাঁটছাট না করে উপরোক্ত বিষয়টা মাথায় রাখলেই হবে।