প্রচন্ড গরমে ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে যায়। আর ত্বক শুষ্ক হলে তা দেখতে যেমন ভাল লাগে না আর তার পাশাপাশি মনটাও খারাপ হয়ে যায়। অনেকের মুখের মধ্যে কালচে ছোপ দাগ পড়ে, সেই নিয়ে আমরা নানান ওষুধ, ক্রিম ব্যবহার করে থাকি। অনেকসময়েই বাজর চলতি কসমেটিক ব্যবহারে হিতে বিপরীতটাই হয়। তাই বাজার চলতি কসমেটিক ভুলে প্রাকৃতিক উপায়েই ভরসা রাখুন (Skin Care)। গরম পড়তে না পড়তেই ত্বকের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং যেমন মাস্ট। তেমনি এর পাশাপাশি ফেসপ্যাকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে বাজার চলতি কসমেটিক নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে। গরমে রোদে পোড়া ত্বকে থেকে মুক্তি পেতে ট্রাই করুন সামার কুলিং ফেসপ্যাক (Homemade Cooling Face Pack )।