প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের রাত্রে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীকে একত্রে "পদ্ম পুরস্কার" বলা হয়। পদ্মবিভূষণ দ্বিতীয়, পদ্মভূষণ তৃতীয় এবং পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান। সারা জীবনের কর্মের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় এই পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়ে থাকে। যেমন শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাহিত্য, বিনোদন, গবেষনা, সমাজ সেবা। ১৯৫৪ সাল থেকে এই সম্মান প্রদান শুরু হয়। সেবছর ২৩ জন এই সম্মানে ভূষিত হন। প্রতিবছর প্রধানমন্ত্রী একটি পদ্ম অ্যাওয়ার্ড কমিটি গঠন করেন। যারা সম্ভাব্য পুরস্কার প্রাপকের প্রস্তাবিত তালিকা তৈরি করেন। তারপর প্রথমে তা অনুমোদন করেন প্রধানমন্ত্রী এবং তারপরে রাষ্ট্রপতি। পুরস্কারগুলি প্রাপকের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। এই পুরস্কার প্রত্যাখ্য়ান করেছেন একাধিক স্বনামধন্য ব্যক্তি। জেনে নিন কে কে। লিখছেন অনিরুদ্ধ সরকার।