রাত পোহালেই সরস্বতী পুজো। শুধু বাঙালি বাড়িতে নয়, সারা দেশ জুড়ে পালিত হবে সরস্বতী পুজো। বিদ্যা দেবীকে ঘরে আনার জন্য চলছে প্রস্তুতি। সব জায়গায় শুরু হয়ে গিয়েছে আলপনা আঁকার কাজ। দেবীর মণ্ডপের সামনে হোক কিংবা বাড়ির প্রধান দরজার সামনে আঁকা হয় আলপনা। অন্য দিকে, স্কুল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর মণ্ডপ সজ্জায় আঁকা হয় আলপনা। আজ রইল ১০টি আলপনার হদিশ। এই কয়টি ডিজাইন আঁকতে পারেন মণ্ডপ সজ্জায়।