সান্তাক্লজের রহস্যময় সমাধি কোথায় লুকিয়ে আছে জানেন? রহস্যে মোড়া এই চরিত্রের পিছনে রয়েছে একাধিক মতবাদসান্তা ক্লজ, আসল নাম সেন্ট নিকোলাস, ২৮০ খ্রিস্টাব্দে তুরস্কের মায়রা শহরে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর পর তার কবর কোথায়, তা নিয়ে রয়েছে নানা মত। কেউ বলেন আয়ারল্যান্ডে, কেউ বলেন তুরস্কে, আবার কেউ বলেন ইতালিতে।