নেইল কাটারে কেন ছোট ছিদ্র থাকে বা এতে ২টো ব্লেড থাকারও রহস্য কি? জানলে চমকে যাবেন
অনেকেই ভাবেন নখের কাটারি শুধু নখ কাটার কাজেই লাগে। এটা ঠিক যে, নখের কাটারি নিরাপদে নখ কাটতে সাহায্য করে এবং সহজে বহন করা যায়। কিন্তু নখ কাটা ছাড়াও এর অনেক কাজ আছে। যেমন, ছোট ছিদ্রটি অনেক কাজে লাগে। এই প্রতিবেদনে সেটাই আলোচনা করা হল।
নখের কাটারির ২টা ব্লেড:
নখের কাটারিতে দুটো ব্লেড ও একটা লিভার থাকে। এই লিভার সোডার বোতল খুলতে কাজে লাগে। আর ছোট ছুরিগুলো ফল কাটতে বা ছাল ছাড়াতে কাজে দেয়।
মহিলাদের সুরক্ষা:
নখের কাটারি বিপদের সময় মেয়েদের কাজে আসতে পারে। এর ধারালো ব্লেডগুলো আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। খারাপ উদ্দেশ্যে কেউ এগিয়ে এলে, ব্লেডগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেকে বাঁচানো যায়।
ছোট ছিদ্র:
অনেকে ভাবেন নখের কাটারির নিচের ছোট ছিদ্রটা শুধু ডিজাইন। তাই কেউ পাত্তা দেয় না। কিন্তু এটা ভুল। এই ছিদ্রের অনেক কাজ আছে। নখ কাটার সময় একটা গ্রিপ দরকার হয়। কাটারির ব্লেডগুলো এই ছিদ্রের সঙ্গে যুক্ত থাকে। এর ফলে নখের কাটারি ঘোরানো, খোলা ও বন্ধ করা সহজ হয়। এই ছিদ্রের প্রধান কাজ হল কাটারিকে ভালো গ্রিপ দেওয়া। পায়ের নখের মতো শক্ত জায়গা কাটার সময় এটা খুব কাজে দেয়।
চাবির রিং:
নখের কাটারির ছিদ্রটা চাবির রিং-এর সঙ্গে জুড়ে ব্যবহার করা যায়। এর ফলে অফিস বা অন্য কোথাও যাওয়ার সময় কাটারিটা সাথে রাখা সহজ হয়। চাবির সঙ্গে থাকলে দরকারের সময় ব্লেডগুলো ব্যবহার করা যেতে পারে।
তার বাঁকাতে:
সাধারণত অ্যালুমিনিয়াম বা লোহার তার বাঁকানো কঠিন। নখের কাটারির ছোট ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে সহজেই বাঁকানো যায়। কাটারিকে মশার কয়েল রাখার স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। কয়েলটি কাটারির ব্লেডে গেঁথে দিলেই হবে।
অন্যান্য ব্যবহার:
নখ কাটার সময় নখের পাশে জমে থাকা ময়লাও পরিষ্কার করা দরকার। এছাড়া, কাটারির ব্লেড দিয়ে নাট ও বোল্ট ঢিলে হয়ে গেলে টাইট করা যায়। নখের কাটারির ছোট ছিদ্র ব্র্যান্ডের ওপর নির্ভর করে। এটা শুধু ডিজাইন নয়, কাটারিকে সাপোর্টও দেয়।

