Lifestyle Tips: এক শালিক দেখা অশুভ বা জোড়া শালিক দেখা শুভ - এই ধারণাগুলো সাধারণত লোকজ সংস্কারের অংশ যা আমরা সম্পূর্ণ না জেনেই বিশ্বাস করে আসি। এই ধারণার বিশেষ কারণ রয়েছে, যা প্রতিবেদনে তুলে ধরা হলো।
Lifestyle Tips: এখনও জোড়া শালিক দেখলে শুভ অশুভ করে লাফিয়ে ওঠেন তো? কিন্তু জানেন কি, এই বিশ্বাসের পেছনে রয়েছে বিশেষ সাংস্কৃতিক ও মানসিক ভিত্তি, যা যুগ যুগ ধরে লোকচেতনায় স্থান করে নিয়েছে। গ্রাম হোক বা শহর—এই বিশ্বাস কমবেশি সকলের মধ্যেই বিদ্যমান।
বাংলা সংস্কৃতিতে ‘জোড়া’ বিষয়টি শুভ ও পবিত্র হিসেবে বিবেচিত হয়। যেমন, ঘরের সাজসজ্জায় জোড়া হাঁস বা জোড়া পাখির ছবি ব্যবহৃত হয়, বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হলে ঘরের সামনে জোড়া কলাগাছ পোঁতা। অর্থাৎ, আমরা যেকোনো জোড়া জিনিসই শুভ বলে মানি।
এই দৃষ্টিকোণ থেকেই জোড়া শালিককেও শুভ লক্ষণ হিসেবে মানা হয়। শালিক পাখিরা সাধারণত জোড়ায় থাকে অথবা ঝাঁকে ঘুরে বেড়ায়। একে ওপরের প্রতি বিশ্বস্ত। আসলে, জোড়া শালিক দেখা শুভ, তবে এই জোড়া বলতে শুধু দুটো শালিককে বোঝানো হচ্ছে না। এই জোড়া বলতে একটা স্ত্রী শালিক এবং একটা পুরুষ শালিককে বোঝানো হচ্ছে। এক শালিক দেখা মানে একাকীত্ব, ভগ্নতা বা অনাগত দুঃসংবাদ—এমনটাই অনেকের বিশ্বাস।
বেশির ভাগ মানুষই যেহেতু শালিকের প্রকারভেদ সম্পর্কে অজ্ঞ, তাই বুঝতে পারা যায় না কোনটা পুরুষ শালিক আর কোনটা স্ত্রী। আমাদের দেখা জোড়া শালিকদের মধ্যে হয়তো দুটোই ছেলে শালিক বা দুটোই মেয়ে শালিক। এতে লাভের লাভ কিছু হয় না। কেবলমাত্র একটা পুরুষ শালিক আর একটা স্ত্রী শালিকের জোড়া একসঙ্গে দেখাই শুভ।
কী করলে এক শালিক দেখলে শুভতা কেটে যাবে?
লোকবিশ্বাস অনুযায়ী কিছু প্রতিকারের কথা বলা হয়—
* কলাগাছ দেখা: এক শালিক দেখার পরে যদি কলাগাছ দেখে নেওয়া যায়, তা হলে অশুভ প্রভাব নষ্ট হয়।
* অনেক শালিক দেখা: একটির পরে একাধিক শালিক একসঙ্গে দেখলে অশুভ কেটে যায় বলে মনে করা হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


