সংক্ষিপ্ত

  • ধূমপান না করলে মিলবে অতিরিক্ত ৬ দিনের ছুটি
  • ধূমপান বিরতিতে সময় নষ্ট না হওয়া নিয়েই পদক্ষেপ
  • জাপানে ধূমপান প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে 
  • ধূমপানবিরোধী কঠোর আইনও পাস হয় জাপানে 


ধূমপান না করলে মিলবে অতিরিক্ত ৬ দিনের ছুটি। জাপানের একটি সংস্থা ধূমপায়ীদের ক্ষতিপূরণ হিসেবে একটি অভিনব সিদ্ধান্ত নেন।  যারা ধূমপান করেন না, সেই সকল কর্মীদের জন্য অতিরিক্ত ছয় দিন ছুটি ঘোষণা করা হয়, জাপানের ওই সংস্থায়।

আরও পড়ুন, বাতিল প্লাস্টিক থেকে তৈরি হবে তেল, গবেষণা চালাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

বিশেষ সূত্রে জানা গিয়েছে, টোকিওর বিপণন সংস্থা  ধূমপান বিরতিতে সময় নষ্ট হওয়া নিয়ে অসন্তোষের মোকাবিলা করতেই এই নীতিটি চালু করে। সংস্থার অফিসটি ২৯ তলায়। ফলত কাউকে ধূমপান করতে হলে বিরতি নিয়ে বেসমেন্টে যেতে হবে। এই ধরণের বিরতি সাধারণত ১৫ মিনিট অব্দি লম্বা হত। যার ফলে ধূমপান করেন না এমন কর্মীদের মধ্যে বিষয়টি বিরক্তি সৃষ্টি করেছিল। তাদের অভিযোগের কথা শোনার পরেই, সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা একটি নতুন নিয়ম চালু করেন। ধূমপান করেন না যারা,  এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন, দামের ঝাঁঝে রান্নাঘরে আকাল পেঁয়াজের, বাড়ির চাষে হবে সমস্যার সমাধান

জাপানে ধূমপান প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন সংস্থাগুলির সংখ্যা ক্রমবর্ধমান। যদিও এখানে বেশিরভাগ বার এবং রেস্তোঁরাই গ্রাহকদের ধূমপান করতে দেয়। গত বছর, টোকিওর নগর সরকারও ২০২০ সালের অলিম্পিকের আগে ধূমপানবিরোধী এক কঠোর আইন পাস করে।