আপনি আপনার মনের মানুষকে নিশ্চই মিষ্টি মুখ করাতে চাইবেন। তাহলে বাড়িতে নিয়ে আসুন দুটো জিনিস, চকলেট আর রসগোল্লা। বানিয়ে ফেলুন চকোলেট রসগোল্লা ফ্রুটি কাস্টার্ড। বলাই বাহুল্য, চকোলেট হল বাঙালির হৃদয় আর রসগোল্লা হল বাঙালির প্রাণ। আর এই দুইয়ের যখন মিলন ঘটবে তখন আপনার ভালবাসারও পারদ চড়বে।