সারাটা দিন কাটছে ল্যাপটমে মুখ গুঁজে। ৯ ঘন্টার শিফট হলেও কাজ শেষ হতে লেগে যাচ্ছে ১১ থেকে ১২ ঘন্টা। কারও কারও তারও বেশি। ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া, সারাটা সময় অফিসের চিন্তা। ছুটির দিনেও শান্তি নেই। সেদিন কেউ জমে থাকা কাজ শেষ করছেন তো কেউ বসের মিটিং অ্যাটেন্ড করছেন। এই সময় শুধু মানসিক নয় সঙ্গে শারীরিক সমস্যাও (Physical Problems) দেখা দিচ্ছে অনেকের। জেনে নিন কী কী।