এক বছরের জন্য যে মার্জিনাল কস্ট বেসড ল্যান্ডিঙ্গ বা MCLR রেট তা ৭.৪৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্ক। একমাস, তিন মাস এবং ছয় মাসের হিসাব অনুযায়ী মার্জিনাল কস্ট বেসড ল্যান্ডিঙ্গ বা MCLR-এর ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি থেকে এই সুবিধা জারি করা হল।