মোবাইল (Mobile), ল্যাপটপ (Laptop) কিংবা কমপিউটার (Computer)- যেখান থেকেই আজ গুগল খুলবেন, অনুভব করবেন উৎসবের মেজাজ। ব্যবহারকীদের উৎসবের আনন্দ দিতে সেজেছে গুগল। সকালে থেকে গুগল খুললে দেখা যাচ্ছে টুপি (Cap) ও লাইটে সেজেছে গুগল। মাঝে রয়েছে ক্যান্ডি। জেনে নিন গুগল কেমন সেজেছেন।