সংক্ষিপ্ত

  • মরশুম বদলের এই সময় ত্বক ধীরে ধীরে হয়ে আসে নিষ্প্রাণ ও রুক্ষ
  • গরম আসার আগে থেকেই যত্ন নেওয়া উচিৎ ত্বকের
  • বিশেষ করে যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন
  • এই সময় প্রয়োজন ত্বকের বিশেষ যত্নের

মরশুম বদলের এই সময় ত্বক ধীরে ধীরে নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে আসে। তাই এই সময় থেকেই ত্বকের প্রয়োজন বিশেষ যত্নের। গরম আসার আগে থেকেই যত্ন নেওয়া উচিৎ ত্বকের। বিশেষ করে যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। এই সময় থেকেই ত্বকের যত্ন না নিলে ত্বক উজ্জ্বলতা হারিয়ে কালো হয়ে আসতে থাকে। তাই বাজার চলতি প্রচুর কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে যা ত্বকের এই সমস্যা দবর করতে সাহায্য করে। পাশাপাশি এই প্রোডাক্টগুলির রয়েছে ক্যামিক্যাল রিয়াক্সনও। তাই ত্বকের বিশেষ যত্ন নিতে বাড়িতেই বানিয়ে নিন এই সিরাম। যা কাজ করবে ম্যাজিকের মত। এই সিরাম ব্যবহার করলে আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল। যাদের শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনের সমস্যা আছে তারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই ম্যাজিক সিরাম।

আরও পড়ুন- করোনামুক্ত ভারতের গান একদল মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল নেট দুনিয়ায়

এই ম্যাজিক সিরাম বানাতে লাগবে-

৩ টেবল চামচ পিওর গ্লিসারিন
১ চা চামচ গোলাপ জল
২ টেবল চামচ পাতি লেবুর রস
২ টো ভিটামিন ই ক্যাপসুল
১ টি এয়ার টাইট কন্টেনার

আরও পড়ুন- গরম পড়তে না পড়তেই গায়ের দুর্গন্ধে নাজেহাল, প্রতিকার করুন ঘরোয়া পদ্ধতিতে

যে ভাবে ব্যবহার করবেন-

এই সেরাম আপনি ১-২ সপ্তাহ অবধি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। গ্লিসারিন, গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল ও পাতি লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখে ম্যাসাজ করে নিয়ে, পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। মেপআপ তোলার পর এই সিরাম ব্যবহার করতে পারেন, তাতে ত্বক খুব রিফ্রেস থাকে। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।