সংক্ষিপ্ত
যৌনমিলনকে মধুর করতে কে না চায়। এই সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দুজনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান। যৌন উত্তেজনা বাড়াতে পুরুষসঙ্গীরা তাদের মহিলাসঙ্গীদের উপর অনেক কিছুই করেই থাকে। করাণ যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে এটা জানেন কি অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভাসের কারণে চিরতরে কমে যাচ্ছে যৌন ক্ষমতা। এবং সঙ্গমের সময়ে সঙ্গীকে নিজের মনের মতো না পেতেই ভাটা পড়েছ সম্পর্কে। নিয়মিত খাদ্য তালিকায় এমন কিছু খাবার রয়েছে, যা খেলেই সঙ্গমের আগে ঘটে যেতে পারে চরম বিপত্তি। তাই যৌনমিলনের সেই আনন্দের মুহূর্তের নষ্ট করতে না চাই অবশ্যই এড়িয়ে চলুন এই খাবারগুলি।
যৌনমিলনকে মধুর করতে কে না চায়। এই সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দুজনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান। যৌন উত্তেজনা বাড়াতে পুরুষসঙ্গীরা তাদের মহিলাসঙ্গীদের উপর অনেক কিছুই করেই থাকে। করাণ যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে এটা জানেন কি অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভাসের কারণে চিরতরে কমে যাচ্ছে যৌন ক্ষমতা। এবং সঙ্গমের সময়ে সঙ্গীকে নিজের মনের মতো না পেতেই ভাটা পড়েছ সম্পর্কে। নিয়মিত খাদ্য তালিকায় এমন কিছু খাবার রয়েছে, যা খেলেই সঙ্গমের আগে ঘটে যেতে পারে চরম বিপত্তি। তাই যৌনমিলনের সেই আনন্দের মুহূর্তের নষ্ট করতে না চাই অবশ্যই এড়িয়ে চলুন এই খাবারগুলি।
পপকর্ণ
অনেকেই সিনেমা দেখার সময় হাতে পপকর্ণের বাটি নিয়ে বসে পড়েন। এবং সিনেমা দেখতে দেখতে রোম্যান্স করত পছন্দ করেন। কিন্তু যৌনমিলনের সময় এই পপকর্ণ না খাওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। কারণ পপকর্ণ যে ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়, তা হরমোনের উপর প্রভাব ফেলে।
চিজ
অনেকেই পিৎজা, পাস্তার সঙ্গে চিজ খেতে পছন্দ করে। কিন্তু এই চিজ গ্যাসের সমস্যা ডেকে আনতে পারে এমনকী পেটখারাপও হতে পারে অতিরিক্ত চিজ খেলে। যৌনমিলনের আনন্দ নষ্ট না করতে চাইলে এই বিশেষ খাবারগুলি না খাওয়ারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ফুলকপি
যৌনমিলনের আগে ভুল করেও খাবেন না ফুলকপি। কারণ ফুলকপির মধ্যে জটিল শর্করা থাকে। যার পরিপাকে মিথেন তৈরি হয়। এটি খেলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। পেট ভার লাগা, বায়ু হওয়া, এসব মিলিয়ে উদ্দাম সঙ্গমের সেই ঘনিষ্ঠ মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারে।
ঠান্ডা পানীয়
সঙ্গমের আগে ঠাান্ডা পানীয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ ঠান্ডা পানীয় মধ্যে ক্যাফিন থাকে প্রচুর মাত্রায়। ক্যাফিন দ্রুত শরীরকে পরিশ্রান্ত করে। ঠান্ডা পানীয় সম্পর্কের মধ্যে শীতলতা ডেকে আনে।
মশলা জাতীয় খাবার
যৌনমিলনের আগে প্যাকেটজাত কোনও ভাজাভুজি খাবার না খাওয়াই ভাল। এই খাবারগুলিতে ক্ষতিকর ট্রান্স ফ্যাট থাকে। যা রক্ত সঞ্চালনে সমস্যা তৈরি করে। পাশাপাশি শরীরে টেস্টোস্টেরনের মাত্রাতেও নেতিবাচক প্রভাব পড়ে। যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ভুল করেও ভাজা কোনও খাবার খাবে না। এটা শরীরের জন্য ক্ষতিকারক।
আরও পড়ুন-স্বামীর এতই বড়, তাতেই নষ্ট যৌন জীবন! অদ্ভূত অভিযোগ মহিলার, কী বললেন ডাক্তার
আরও পড়ুন-কীভাবে পুরুষ পর্ন তারকারা দীর্ঘক্ষণ 'ইরেকশন' ধরে রাখেন - ফাঁস হল রহস্য, দেখুন