Asianet News BanglaAsianet News Bangla

ভারতীয় হকি দল থেকে পিভি সিন্ধু-লক্ষ্য সেন, কমনওয়েলথের একাদশ দিনে আরও সোনা পেতে পারে ভারত

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে দিনে মোট ৫ সোনা সহ একাধিক পদক জিতেছে ভারতীয় দল। একাদশ দিনেও রয়েছে একাধক সোনা জয়ের সুযোগ। দেখে নিন একাদশ দিনে ভারতীয় দলের (Indian Team) পুরো সূচি। 

Birmingham Commonwealth Games 2022 Day 11 full schedule of Indian Team spb
Author
Kolkata, First Published Aug 8, 2022, 12:41 PM IST

কমনওয়েলথ গেমস ২০২২-এর দশম দিনটাও ভালো গিয়েছে ভারতীয় দলের। দশম দিনে মোট পাঁচটি সোনা পেয়েছে ভারত। বক্সিংয়ে সোনা পেয়েছেন নীতু গাঙ্গাস,  অমিত পঙ্ঘাল ও নিখাত জারিন। অ্যাথলেটিক্সসে ট্রিপল জাম্পে সোনা পেয়েছেন এল্ডহোস পল। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে সোনা জিতেছেন শ্রীজা ও শরথ। এছাড়াও ক্রিকেটে রুপো পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হকিতে ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় মহিলা হকি দল। এছাড়া ট্রিপল জাম্পে রুপো, ছেলেদের জাবলস টেবিল টেনিসে রুপো, মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ো অন্নু রানির ব্রোঞ্জ মেডেল সহ একাধিক পদক এসেছে ভারতের ঝুলিতে। দশম দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা ৫৫। ১৮টি সোনা, ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ। 

কমনওয়েলথ গেমসের একাদশ দিনে পদক সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। আসতে পার একাধিক সোনা। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগা শেট্টির সোনা জয়ের সুযোগ রয়েছে। পুরুষদের হকিতে সোনা জয়ের সুযোগ। প্রতিক্ষ অস্ট্রেলিয়া। টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গেলসে সোনার পদকের ম্যাচে নামবেন শরথ কমল। এছাড়া অন্যান্য পদক জয়েরও সুযোগ থাকছে ভারতের কাছে। মেডাল টেবিলেও উপরের দিকে ওঠার সুযোগ রয়েছে ভারতের কাছে। 

কমনওয়েলথ গেমসের একাদশ দিনে এক ঝলকে দেখে নিন ভারতের সূচি-

ব্যাডমিন্টন-
মহিলাদের সিঙ্গেলস সোনার পদকের ম্যাচ: পিভি সিন্ধু - দুপুর ১:২০মিনিট

পুরুষদের সিঙ্গেলস সোনার পদকের ম্যাচ: লক্ষ্য সেন - দুপুর ২:১০মিনিট 

পুরুষদের ডাবলস সোনার পদকের ম্যাচ: সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি/চিরাগ শেঠি - দুপুর ৩:০০

হকি-
পুরুষদের স্বর্ণপদক ম্যাচ: ভারত বনাম অস্ট্রেলিয়া - সন্ধ্যা ৫:০০

টেবিল টেনিস-
পুরুষদের সিঙ্গেলস ব্রোঞ্জ পদকের ম্যাচ: জি সাথিয়ান - দুপুর ৩:৩৫

পুরুষদের সিঙ্গেলস সোনার পদকের ম্যাচ: শরথ কমল - বিকেল ৪:২৫ মিনিট

আরও পড়ুনঃলড়াই করেও ফাইনালে অজিদের বিরুদ্ধে ৯ রানে হারে, রুপো পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল

আরও পড়ুনঃরুদ্ধশ্বাস শুট আউটে দুর্ভেদ্য সবিতা পুনিয়া, কমনওয়েলথে ব্রোঞ্জ ডজিতল ভারতীয় মহিলা হকি দল

আরও পড়ুনঃNikhat Zareen: কমনওয়েলথ গেমসে আরও এক সোনা ভারতের, বক্সিং-এ পদক আনলেন নিখাত জারিন

Follow Us:
Download App:
  • android
  • ios