Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই সেই বিশেষ প্রস্তুতি শিবির শুরু করে দেবে টিম ইন্ডিয়া।
Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে এবার বিশেষ পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রসঙ্গত, দলের বেশ কিছু ক্রিকেটার দীর্ঘদিন ধরেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে (indian team for asia cup 2025)।
সেই তালিকায় আছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেও। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলেও ছিলেন না। তাই প্রতিযোগিতা শুরুর আগে কয়েকদিনের জন্য বিশেষ প্রস্তুতি শিবির করার সিদ্ধান্ত নিয়েছেন হেডকোচ গৌতম গম্ভীর।
ভারতীয় দলের প্রস্তুতি শিবির দেশের বাইরে
সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই সেই বিশেষ প্রস্তুতি শিবির শুরু করে দেবে টিম ইন্ডিয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হয়ে যাচ্ছে সেই প্রস্তুতি শিবির। অন্যদিকে, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচটি রয়েছে আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
তার ঠিক আগে, চারদিনের এই বিশেষ প্রস্তুতি শিবিরটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, ৪ সেপ্টেম্বর ভারতীয় দল পৌঁছে যাবে সেই দেশে। তবে প্রতিযোগিতা শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা এই মুহূর্তে ভারতীয় দলের নেই বলেই জানা গেছে।
এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে
এদিকে প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় ম্যাচটি রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ সেপ্টেম্বর এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রয়েছে ওমানের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এবং ফাইনাল ২৮ সেপ্টেম্বর। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে।
আর সেই প্রতিযোগিতা শুরুর আগে, সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই বিশেষ প্রস্তুতি শিবির শুরু করে দেবে টিম ইন্ডিয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হয়ে যাচ্ছে সেই প্রস্তুতি শিবির। অন্যদিকে, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচটি রয়েছে আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


