Asia Cup 2025: বুধবার চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে (India vs Bangladesh) জয় পেলেই ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে বিদায় নেবে শ্রীলঙ্কা (Sri Lanka)।

DID YOU
KNOW
?
এশিয়া কাপ ফাইনাল
২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। তবে তাদের পক্ষে শেষরক্ষা করা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

India vs Bangladesh: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করল ভারতীয় দল। ১২ ওভার পর্যন্ত ভারতের ব্যাটারদের খেলা দেখে মনে হচ্ছিল ২০০ রান হয়ে যেতে পারে। কিন্তু পরপর উইকেট হারানোয় রানের গতি শ্লথ হয়ে যায়। শেষদিকে রানের গতি কিছুটা বাড়ে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচে ১৬৯ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। বাংলাদেশের ব্যাটাররা সমস্যায় পড়তে পারেন। তবে জয় পেতে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। নিয়ন্ত্রিত বোলিং করলে জয় আসতেই পারে। এই ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।

শতরান হারালেন অভিষেক শর্মা

এদিন চোটের জন্য লিটন দাস (Litton Das) খেলতে না পারায় বাংলাদেশের অধিনায়কত্ব করছেন জাকের আলি (Jaker Ali)। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুবমান গিল (Abhishek Sharma) ইনিংসের শুরুটা দারুণভাবে করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৭ রান। ১৯ বলে ২৯ রান করেন শুবমান। ৩৭ বলে ৭৫ রান করে রান আউট হয়ে যান অভিষেক। তিনি ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিষেক। কিন্তু তিনি শতরান হারালেন। তিনি আউট হয়ে যাওয়ার পরেই ভারতীয় দলের রানের গতি কমে যায়। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হন শিবম দুবে (Shivam Dube)। তিনি মাত্র ২ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) ব্যর্থ হন। তিনি ১১ বল খেলে ৫ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) করেন ৫ রান। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২৯ বলে ৩৮ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১০ রান করে অপরাজিত থাকেন।

রিশাদ হোসেনের জোড়া উইকেট

বাংলাদেশের হয়ে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন (Rishad Hossain)। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন (Mohammad Saifuddin)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।