Pakistan vs Sri Lanka: এশিয়া কাপের (Asia Cup 2025) চার দশকের ইতিহাস কি প্রথমবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল? (India vs Pakistan) সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
KNOW
Asia Cup 2025: চলতি এশিয়া কাপে গ্রুপ বি-তে তিন ম্যাচেই জয় পাওয়ার পর সুপার ফোর পর্যায়ে পরপর দুই ম্যাচে হেরে কার্যত ছিটকে গেল শ্রীলঙ্কা (Sri Lanka)। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের (Bangladesh) কাছে হেরে যাওয়ার পর মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে গেল শ্রীলঙ্কা। বুধবার ভারতীয় দল (Team India) বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলেই সরকারিভাবে চলতি এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশকে হারালেই ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কার্যত সেমি-ফাইনাল হয়ে যাবে। ১৯৮৪ সালে শুরু হয়েছে এশিয়া কাপ। গত চার দশকে একবারও এই টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায়নি। এবার সেটা হতে পারে।
ব্যাটিং ব্যর্থতায় হার শ্রীলঙ্কার
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রান করার আগেই আউট হয়ে যান কুশল মেন্ডিস (Kusal Mendis)। তৃতীয় বলেই আউট হয়ে যান অপর ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka)। তিনি সাত বল খেলে আট রান করেন। একমাত্র কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ভালো ব্যাটিং করেন। তিনি ৪৪ বলে ৫০ রান করেন। কুশল পেরেরা (Kusal Perera) করেন ১৫ রান। শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা (Charith Asalanka) করেন ২০ রান। ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) করেন ১৫ রান। চামিকা করুণারত্নে (Chamika Karunaratne) করেন ১৭ রান। পাকিস্তানের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন হ্যারিস রউফ (Haris Rauf)। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হুসেইন তালাত (Hussain Talat)। আট রান দিয়ে এক উইকেট নেন আব্রার আহমেদ (Abrar Ahmed)। ৮ উইকেটে ১৩৩ রান করে শ্রীলঙ্কা।
১২ বল বাকি থাকতে জয় পাকিস্তানের
১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) করেন ২৪ রান। অপর ওপেনার ফকর জামান (Fakhar Zaman) করেন ১৭ রান। ৩২ রান করে অপরাজিত থাকেন তালাত। মহম্মদ হ্যারিস (Mohammad Haris) করেন ১৩ রান। ৩৮ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। ফলে সহজ জয় পেল পাকিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


