Australia U19 vs India U19: ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম যে তৈরি, তা অনূর্ধ্ব-১৯ দলের অস্ট্রেলিয়া সফরে প্রমাণ হয়ে গেল। এই সফরে ওডিআই, টেস্ট সিরিজের সব ম্যাচেই জয় পেল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
অনূর্ধ্ব-১৯ দলের জয়
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে সব ম্যাচেই হারিয়ে দিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

India Under 19 tour of Australia, 2025: অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে (Australia U19 vs India U19) সিরিজের দ্বিতীয় যুব টেস্ট ম্যাচেও জয় পেল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। প্রথম যুব টেস্ট ম্যাচে ইনিংস ও ৫৮ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় যুব টেস্টে সাত উইকেটে জয় পেল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এর আগে দু'দল তিনটি যুব ওডিআই ম্যাচের সিরিজ খেলে। তিনটি ম্যাচেই জয় পায় ভারতীয় দল। ফলে এই সফরে মোট পাঁচটি ম্যাচ খেলে সব ম্যাচেই জয় পেল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। অস্ট্রেলিয়া সফরে এই সাফল্য কিশোর ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আয়ূষ মাত্রে (Ayush Mhatre), বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi) আইপিএল-এ (IPL) খেলে আগেই নজর কেড়ে নিয়েছেন। এবারের অস্ট্রেলিয়া সফরে আরও কয়েকজন তরুণ ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখালেন। ফলে তাঁদের ভবিষ্যৎও উজ্জ্বল।

বোলারদের দাপটে জয় ভারতের

দ্বিতীয় যুব টেস্টে ভারতের কিশোর বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখালেন। তাঁদের জন্যই সহজে জয় পেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংসে ১৭১ রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল মাত্র ১১৬ রান করে। এরপর ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৮৪ রান তুলে ম্যাচ জিতে নেয়।

নজর কাড়লেন হেনিল প্যাটেল

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নিয়ে নজর কাড়লেন হেনিল প্যাটেল (Henil Patel)। তিনি প্রথম ইনিংসে ২১ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। প্রথম ইনিংসে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন খিলান প্যাটেল (Khilan Patel)। দ্বিতীয় ইনিংসে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন নমন পুষ্পক (Naman Pushpak)। প্রথম ইনিংসে ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রান দিয়ে জোড়া উইকেট নেন উদ্ধব মোহন (Udhav Mohan)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।