2025 ICC Women's Cricket World Cup: নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) চলছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) চাপে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
রান তাড়া করতে ব্যর্থতা
মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল এখনও পর্যন্ত কোনও ম্যাচে ২০০ রান তাড়া করে জয় পায়নি।

Australia Women vs India Women: অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) দলে ফিরে বিশেষ সুবিধা করতে না পারলেও, মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়ে গেল অসিরা। বৃষ্টির জন্য একাধিকবার ইনিংসে বিঘ্ন ঘটলেও, অস্ট্রেলিয়ার ব্যাটারদের ছন্দ নষ্ট হয়নি। অসাধারণ ব্যাটিং করলেন ওপেনার ফোব লিচফিল্ড (Phoebe Litchfield), তিন নম্বরে ব্যাটিং করতে নামা এলিসি পেরি (Ellyse Perry) এবং ছয় নম্বরে ব্যাটিং করতে নামা অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner)। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লিচফিল্ড। তিনি ৯৩ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১৭টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। এলিসি ৮৮ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। গার্ডনারও ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৪৫ বলে চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

ভারতের বোলারদের মধ্যে ৭৩ রান দিয়ে জোড়া উইকেট নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। ৪৯ রান দিয়ে জোড়া উইকেট নেন শ্রী চরণী (Shree Charani)। ৫৮ রান দিয়ে এক উইকেট নেন ক্রান্তি গৌড় (Kranti Gaud)। ৫১ রান দিয়ে এক উইকেট নেন আমনজ্যোত কউর (Amanjot Kaur)। ৬৬ রান দিয়ে এক উইকেট নেন রাধা যাদব (Radha Yadav)।

কঠিন লড়াই ভারতের

মহিলাদের ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচে এখনও পর্যন্ত ভারতীয় দল কোনও ম্যাচে ২০০-এর বেশি রান তাড়া করে জয় পায়নি। মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে এখনও পর্যন্ত একবারই কোনও দল ২০০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে। ২০১৭ সালে ব্রিস্টলে (Bristol) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২১৯ রান তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে দুই উইকেটে জয় পায় ইংল্যান্ড (England)। বৃহস্পতিবারই মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করল কোনও দল। এর আগে চলতি বিশ্বকাপেই ইন্দোরে (Indore) ভারতের বিরুদ্ধে আট উইকেটে ২৮৮ রান করে ইংল্যান্ড। বৃহস্পতিবার সেই রান ছাপিয়ে গেল অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।