2025 ICC Women's Cricket World Cup: বৃষ্টির বাধা কাটিয়েই মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই চলছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

DID YOU
KNOW
?
ফিল হিউজেসের মৃত্যু
২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় বল লেগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজেসের মৃত্যু হয়।

Australia Women vs India Women: অস্ট্রেলিয়ায় এক মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় ১৭ বছর বয়সি ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin) মারা গিয়েছেন। অনুশীলন করার সময় হঠাৎই মাথায় বল লাগার পর তাঁর মৃত্যু হয়। এই কিশোর ক্রিকেটার মঙ্গলবার নেটে স্বংয়ক্রিয় বোলিং মেশিনের সামনে ব্যাটিং অনুশীলন করছিলেন। মেলবোর্নে (Melbourne) এক টি-২০ ম্যাচের আগে অনুশীলন সেরে নিচ্ছিলেন এই কিশোর। তিনি হেলমেট পরেছিলেন। কিন্তু তা সত্ত্বেও বল এসে তাঁর মাথা ও গলায় লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার তাঁর মৃত্যু হয়েছে। এই উঠতি ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানিয়েই কালো আর্মব্যান্ড পরে খেলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটাররাও তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন।

উঠতি ক্রিকেটারের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোক

এই ক্রিকেটার যে দলের হয়ে খেলতেন সেই ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের (Ferntree Gully Cricket Club) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'বেনের মৃত্যুতে আমরা সবাই বিধ্বস্ত। আমাদের ক্রিকেট সমাজের সবাই ওর মৃত্যুতে প্রভাবিত হবে।' এই কিশোর বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করতেন। তিনি দলের তারকা ক্রিকেটার ছিলেন। তিনি দলকে নেতৃত্বও দিতেন। উঠতি ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম সেরা ছিলেন। ফলে তাঁর আকস্মিক মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে।

ফিরে এল ফিল হিউজেসের স্মৃতি

২০১৪ সালে সিডনিতে (Sydney Cricket Ground) শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) ম্যাচে ব্যাটিং করার সময় শন অ্যাবটের (Sean Abbott) বাউন্সারে ঘাড়ে আঘাত পান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজেস (Phil Hughes)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, অস্ত্রোপচারও করা হয়। কিন্তু তারপরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ১১ বছর পর সেই স্মৃতি ফিরে এল। অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে নতুন করে হিউজেসের স্মৃতি ফিরে এসেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।