BAN vs UAE: আবারও পরাজয় বাংলাদেশ ক্রিকেট দলের। এবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে হেরে গেলেন মেহেদি হাসানরা (BAN vs UAE 2025)। 

BAN vs UAE: বিশ্বমানের কোনও প্রতিযোগিতা হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই খালি হুঙ্কার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমনকি, তা অন্যান্য একাধিক দলের ক্ষেত্রেও বজায় থাকে। তবে শুধু ক্রিকেটাররাই নন, বাংলাদেশের সমর্থকরা এবং একশ্রেণির মিডিয়াও ব্যঙ্গ-বিদ্রুপে ব্যস্ত থাকেন (ban vs uae 2025)। 

বিপক্ষ দলকে কটূক্তি না করে, সেই সময়টা যদি দেশের ক্রিকেটের উন্নতিতে ব্যবহার করতেন তারা, তাহলে বোধহয় এই দিনটা দেখতে হত না। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটের মান কার্যত, হাস্যকর জায়গায় গিয় পৌঁছেছে। এবার তাদের পরাজয় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে (ban vs uae t20)। 

পরের বছরই রয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

তার আগে এ যেন এক নতুন লজ্জা বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এবার টি-২০ সিরিজ়‌ে হেরে গেল তারা। বুধবার, শেষ ম্যাচটিতে বাংলাদেশের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করে জিতেছে আমিরশাহী (bangladesh vs uae t20 2025)। 

আর তার ফলে, প্রথমবারের জন্য আইসিসি-র অন্তর্ভুক্ত কোনও ক্রিকেট খেলিয়ে দেশ সিরিজ়‌ জিতল একটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে। ভাবা যায় (ban vs uae series 2025 live)?

Scroll to load tweet…

প্রথম টি-২০ ম্যাচে, ২৭ রানে পরাজিত হয় আমিরশাহি। কিন্তু দ্বিতীয় ম্যাচে, তারাই আবার ২০০-র উপর রান তাড়া করে জয় পায়। এরপর শেষ ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা যে তাদের আছে, সেটা বুঝিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।

বোলিং-এর দিক দিয়েও তারা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে 

শেষ ম্যাচে, একটা সময় তো ৮৪ রানে ৮ উইকেট পড়ে গেছিল বাংলাদেশের। সেই সময়, দলের হাল ধরেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করে পরিস্থিতি সামাল দেন। শেষপর্যন্ত, ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ।

কিন্তু রান তাড়া করতে নেমে অনবদ্য ইনিংস উপহার দেন মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু। জোহাইব প্যাভিলিয়নে ফিরে গেলেও একাই দলকে টানতে থাকেন শারাফু। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। কিন্তু শেষদিকে নেমে কার্যত, ঝোড়ো ইনিংস উপহার দেন আসিফ খান, করেন ২৬ বলে ৪১ রান। আর সেই সুবাদেই জয় পায় আমিরশাহী।

Scroll to load tweet…

এই জয় রীতিমতো তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলাদেশ এতদিন ধরে টি-২০ ক্রিকেট খেলছে। তাছাড়া ICC টি-২০ র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ রয়েছে নবম স্থানে এবং সংযুক্ত আরব আমিরশাহীর রয়েছে ১৫ নম্বরে। 

কিন্তু শেষ অবধি, সেই বাংলাদেশকেই টি-২০ সিরিজে হারিয়ে আমিরশাহী প্রমাণ করল যে, বাঘের গর্জন ২২ গজে আসলেই কেমন যেন শুকিয়ে যায়!

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।