- Home
- Sports
- Cricket
- Jasprit Bumrah: যশপ্রীত বুমরার জন্যই কি বিসিসিআই এই সিদ্ধান্ত নিল? ভবিষ্যতে আসছে বড় বদল
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার জন্যই কি বিসিসিআই এই সিদ্ধান্ত নিল? ভবিষ্যতে আসছে বড় বদল
Jasprit Bumrah: বিসিসিআইয়ের নয়া নিয়ম যশপ্রীত বুমরার জন্য বড় ধাক্কা হতে পারে। কী এই নিয়ম? চলুন দেখে নেওয়া যাক।

ইংল্যান্ড সিরিজে মাত্র ৩টি ম্যাচ
ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত ড্র করেছে। ফলাফল ২-২। যশপ্রীত বুমরা প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেন। কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে তিনি বিশ্রাম নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোট পাওয়ার পর, বুমরা বিসিসিআইকে জানিয়েছিলেন যে, তিনি ইংল্যান্ড সিরিজে মাত্র ৩টি ম্যাচ খেলবেন।
বুমরার শর্ত মেনে নেয় বিসিসিআই
বুমরার শারীরিক অবস্থা এবং ওয়ার্কলোড বিবেচনা করে তাঁকে ২টি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। এমনকি, পঞ্চম টেস্ট শেষ হওয়ার আগেই বুমরা দেশে ফিরে যান। গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজে বুমরার পুরোপুরি না খেলা নিয়ে সমালোচনা চলছে চারিদিকে। অনেক সমর্থক বলছেন, কোটি কোটি টাকা বেতন নিয়ে একজন খেলোয়াড়ের উচিত দেশের হয়ে গুরুত্বপূর্ণ সিরিজে পুরোপুরি খেলা। শুধু তাই নয়, দেশের হয়ে খেলার সময় ৩টি ম্যাচ খেলার শর্ত দেওয়া একদমই উচিত নয়।
বুমরাকে আটকাতে বিসিসিআই
ইংল্যান্ড সিরিজে ৩টি ম্যাচ খেলার শর্ত দেওয়ায়, বিসিসিআই বেশ অসন্তুষ্ট বুমরার উপর। ভবিষ্যতে তারকা ক্রিকেটাররা নিজেদের পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন না বলেও জানা যাচ্ছে। টেস্ট সিরিজে সব ম্যাচ খেলতে হবে ক্রিকেটারদের।
বিসিসিআই-এর নয়া নিয়ম
বুমরার এই সিদ্ধান্তের কারণে, বিসিসিআই এবার বেশ কঠোর অবস্থান নিয়েছে। টেস্ট সিরিজে খেলোয়াড়দের সব ম্যাচে ফিট থাকতে হবে বলে জানা যাচ্ছে। কিছু ম্যাচ খেলার শর্ত দিলে, তাঁকে সিরিজেই সুযোগ দেওয়া হবে না বলে সূত্রের খবর। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে সমর্থকরা স্বাগত জানিয়েছেন।
এদিকে এই ওয়ার্কলোড শব্দটির বিরোধিতা করেছেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকারও
তিনি বলেছেন, “সিরাজ মন দিয়ে এই সিরিজে বোলিং করেছেন। তিনি অতিরিক্ত ওয়ার্কলোডের ধারণাটাই উড়িয়ে দিয়েছেন। তাই আমার মনে হয়, ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেটে আর ব্যবহার করা উচিত নয়।" এবার বোর্ড বলে দিল, কিছু ম্যাচ খেলার শর্ত দিলে, তাঁকে সিরিজেই সুযোগ দেওয়া হবে না বলে সূত্রের খবর। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে সমর্থকরা স্বাগত জানিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

