সংক্ষিপ্ত
কোটা-বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশে। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে হিংসা। দফায় দফায় চলছে সংঘর্ষ, বাড়ছে মৃত্যু।
৩ অক্টোবর শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (ICC Women's T20 World Cup)। এবার এই টুর্নামেন্ট হতে চলেছে বাংলাদেশে (Bangladesh)। প্রস্তুতি ভালোভাবেই চলছিল। হঠাৎ কোটা-বিরোধী বিক্ষোভ হিংসাত্মক চেহারা নেওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে আইসিসি (ICC)। বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ বিভিন্ন শহরের পরিস্থিতি অগ্নিগর্ভ। শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে কীভাবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে, সে বিষয়ে চিন্তায় পড়ে গিয়েছে আইসিসি। অক্টোবরের মধ্যে বাংলাদেশের পরিস্থিতির কতটা উন্নতি হবে, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। হিংসা-অশান্তির জেরে বাংলাদেশের বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে বাংলাদেশে শান্তি ফেরার পরেও সমস্যা থেকেই যাবে। পরিকাঠামোর হাল ফেরাতে সময় লাগবে। এই কারণে এবার বাংলাদেশে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কি না, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।
বাংলাদেশের পরিস্থিতির উপর নজর আইসিসি-র
মহিলাদের টি-২০ বিশ্বকাপ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে আইসিসি। এখনও কিছুদিন বাকি আছে। এই কারণে আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি। বাংলাদেশের পরিস্থতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অবস্থা না বদলালে বিকল্প ভাবতে হবে আইসিসি-কে। তবে এখনও সেই পরিস্থিতি আসেনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপে বাংলাদেশ
বাংলাদেশে বিক্ষোভ দমন করার লক্ষ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও অশান্তি এড়ানো যাচ্ছে না। সারা দেশেই সংঘর্ষ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। ফলে বাংলাদেশের পরিস্থতিি নিয়ে উদ্বেগ অব্যাহত। সারা বিশ্ব বাংলাদশের পরিস্থিতির উপর নজর রাখছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রণক্ষেত্র ঢাকায় দেখা মাত্রই গুলির নির্দেশ, আন্দোলন থামাতে রীতিমত চাপে শেখ হাসিনা সরকার
Bangladesh: ছাত্রবিক্ষোভে রক্তাক্ত বাংলাদেশে মৃত ১০৫, দেশে ফিরল ৪০০ ভারতীয় পড়ুয়া
Bangladesh: কোটা বিরোধী আন্দোলনে একের পর এক খালি হচ্ছে মায়ের কোল, সন্তানহারাদের কান্না ঢাকার আকাশে