সংক্ষিপ্ত
ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সাফল্য পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাফল্য পেয়েছেন মইন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলার সুযোগ না পেয়েই অবসর নিলেন মইন। এ বছরের ২৭ জুন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় ইংল্যান্ড। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি মইন। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে ৩টি টি-২০ এবং ৫টি ওডিআই ম্যাচ হবে। কিন্তু দেশের মাটিতে এই সিরিজের দলে মইনকে রাখেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলার সুযোগ না-ও পেতে পারেন বুঝতে পেরে অবসর ঘোষণা করে দিলেন মইন।
এক দশক খেলার পর অবসর মইনের
২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মইনের। এক দশক ধরে খেলার পর এবার অবসরের সিদ্ধান্ত নিলেন এই অলরাউন্ডার। তিনি ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এখন ৩৭ বছর বয়স। আমি এ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দলে সুযোগ পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এবার পরবর্তী প্রজন্মের খেলার সময় এসেছে। আমাকেও সে কথা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে, এখনই অবসর নেওয়ার উপযুক্ত সময়। আমার ভূমিকা এবার শেষ।’
অবসরের মুহূর্তে গর্বিত মইন
মইন বলেছেন, ‘আমি অত্যন্ত গর্বিত। ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলার সময় কেউ জানে না কতগুলি ম্যাচে খেলার সুযোগ পাওয়া যাবে। আমার কেরিয়ারের শুরুর কয়েক বছর শুধুই টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছিলাম। ইয়ন মর্গ্যান ওয়ানডেতে অধিনায়ক হওয়ার পর আমি এই ফর্ম্যাটে খেলার সুযোগ পাই। কিন্তু টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দলীপ ট্রফিতে অর্ধশতরান, টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য তৈরি ঋষভ পন্থ
'৫৫ লক্ষ অনেক টাকা,' কলকাতা নাইট রাইডার্সের পারিশ্রমিক নিয়ে সোজাসাপটা জবাব রিঙ্কুর
'আমার ছেলের ভারতরত্ন পাওয়া উচিত ছিল, জীবন নষ্ট করে দিয়েছে ধোনি,' ফের তোপ যুবরাজের বাবার