Akash Deep: জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দিয়ে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিলেন আকাশ দীপ। এজবাস্টন (Edgbaston) টেস্টের দুই ইনিংসেই ভালো বোলিং করলেন এই পেসার।

India tour of England, 2025: রবিবার ভারতীয় ক্রিকেট মহল দুই আকাশের দিকে তাকিয়েছিল। প্রথম আকাশ, অর্থাৎ আবহাওয়া সমস্যা তৈরি করেছিল। বৃষ্টির জন্য অনেক দেরিতে খেলা শুরু হয়। তবে অপর এক আকাশ, ভারতীয় দলের পেসার আকাশ দীপ (Akash Deep) দলকে হতাশ করেননি। প্রথম ইনিংসে ৮৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় দলকে ম্যাচ জেতালেন আকাশ দীপ। এজবাস্টনে (Edgbaston) প্রথমবার টেস্ট ম্যাচ জিতল। হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল ভারত। ব্যাটাররা প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এবার বোলাররাও দলকে ভরসা দিলেন। ফলে ভারতীয় দলের আর কোনও চিন্তা থাকল না।

৩৩৬ রানে জয় ভারতের

এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৭১ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ৪০৭ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। এরপর বোলারদের দাপটে জয় পেল ভারত। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক আকাশ দীপ। শুবমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে প্রথমবার কোনও টেস্ট ম্যাচে জয় পেল ভারত।

ম্যাচের সেরা শুবমান

এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন শুবমান। ভারতের অধিনায়কই এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আকাশ দীপও ম্যাচের সেরা হওয়ার দাবিদার ছিলেন। তবে শুবমান যেভাবে দুই ইনিংসেই ব্যাটিং করেছেন, দলকে পরিচালনা করেছে, তাতে অন্য কাউকে ম্যাচের সেরা বেছে নেওয়ার অবকাশ ছিল না। দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন ভারতের অধিনায়ক। অধিনায়ক নির্বাচিত হওয়ার পর চার ইনিংসের মধ্যে তিন ইনিংসেই তিনি ১০০-এর বেশি রান করেছেন। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতি বোঝা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।