Headingley Test Match: হেডিংলি টেস্ট ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও, প্রথম সেশনে ভালোভাবেই খেলা হয়েছে। দুর্দান্ত ব্যাটিং করছেন ইংল্যান্ডের ওপেনাররা। ফলে চাপে পড়ে গিয়েছেন ভারতের বোলাররা। সবার নজর জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দিকে।

India vs England Test Match: হাতে ১০ উইকেট। দুই সেশনে দরকার ২৫৪ রান। এই টার্গেট তাড়া করে কি জয় পাবে ইংল্যান্ড? (England vs India) হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) পঞ্চম দিন প্রথম সেশনের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১১৭। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন বেন ডাকেট (Ben Duckett)। তিনি ৮৯ বলে ৬৪ রান করে অপরাজিত। অপর ওপেনার জাক ক্রলি (Zak Crawley) ৯৩ বলে ৪২ রান করে অপরাজিত। ভারতের কোনও বোলারই এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরে হারের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের বোলিং বিভাগের ভরসা জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই পেসার উইকেট নিতে পারলে ভারতীয় দল ম্যাচে ফিরবে। না হলে জয়ের দিকে এগিয়ে যাবে ইংল্যান্ড।

ভারতের সহায়ক হবে বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, মঙ্গলবার লিডসের (Leeds) স্থানীয় সময় অনুযায়ী সকালে এবং দুপুরে বৃষ্টি হবে। কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটেনি। বৃষ্টি হলে ইংল্যান্ডের ওপেনারদের ছন্দ নষ্ট হওয়ার আশা আছে। মেঘলা পরিবেশে ভারতের পেসাররা সুবিধাও পেতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি।

ফের ব্যর্থ ভারতের বোলিং লাইনআপ

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে বুমরা ছাড়া অন্য বোলাররা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুর (Shardul Thakur) প্রচুর রান দেন। ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) আশা করেছিলেন, পঞ্চম দিন বোলাররা ভালো পারফরম্যান্স দেখাবেন। কিন্তু বাস্তবে বোলারদের উপর তাঁর আস্থার প্রতিফলন দেখা গেল না। ইংল্যান্ডের দুই ওপেনার সহজেই রান করে যাচ্ছেন। ফলে ভারতীয় শিবিরে হারের আশঙ্কা তৈরি হয়েছে। উইকেট না পেলে রানের গতি কমানো যাবে না। ইংল্যান্ডের ব্যাটারদের উপর চাপও তৈরি করা যাবে না। এই কারণে দ্রুত উইকেটের সন্ধানে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।