England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বোলারদের ব্যর্থতায় হেরে গিয়েছে ভারতীয় দল। ২ জুলাই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেতে চলেছেন শুবমান গিলরা (SHubman Gill)।
England vs India Edgbaston Test Match: বিদেশ সফরে দলের সেরা বোলারকে বাদ দিয়ে খেলতে নামবে ভারতীয় দল! তাও আবার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর! চোট-আঘাতের জন্য অতীতে এই ঘটনা দেখা গিয়েছে। কিন্তু এবার চোট নয়, চোটের আশঙ্কার কথা মাথায় রেখে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই (BCCI) সূত্রে এমনই জানা গিয়েছে। হেডিংলিতে (Headingley) ভারতীয় দলের সেরা বোলার ছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন এই পেসার। অন্য কোনও বোলারই দলকে ভরসা দিতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে ৪৪ ওভার বোলিং করেন এই পেসার। এই কারণেই তাঁকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে। লর্ডসে (Lord’s) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে দলে ফিরবেন বুমরা।
বুমরা না খেললে কারা উইকেট নেবেন?
হেডিংলিতে একেবারেই ভালো বোলিং করতে পারেননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুরও (Shardul Thakur) প্রভাব ফেলতে পারেননি। পেসারদের মধ্যে একমাত্র বুমরাকেই বিপজ্জনক মনে হচ্ছিল। এই সিরিজে আরও চারটি ম্যাচ আছে। সে কথা মাথায় রেখেই এজবাস্টনে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় দলের বোলিং বিভাগ দুর্বল হয়ে যাবে। এই মুহূর্তে বুমরাকে বাদ দিয়ে দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেট নেওয়ার মতো বোলার দেখা যাচ্ছে না। এজবাস্টনেও ভারতীয় দল হেরে গেলে, এই সিরিজে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
বুমরার পরিবর্ত কে হবেন?
এজবাস্টনে বুমরা না খেললে তাঁর পরিবর্ত হিসেবে খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh) বা আকাশ দীপ (Akash Deep)। আর্শদীপের খেলার সম্ভাবনাই বেশি। কারণ, তিনি বাঁ হাতি পেসার। ফলে ভারতীয় দলের বোলিং বিভাগে বৈচিত্র আসতে পারে। তবে যিনিই খেলুন না কেন, ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


