বাছাই করা হল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সেরা একাদশ (Best XI)। কারা কারা থাকলেন সেই দলে?
ICC Champions Trophy 2025 Best XI: সদ্য রবিবার শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। এই মেগা প্রতিযোগিতার ফাইনালে নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত (Indian Cricket Team)। আর সোমবার, সেই প্রতিযোগিতারই সেরা দল বেছে নিল আইসিসি (ICC)। সেই দলে একাধিক ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোট পাঁচজন ভারতীয় তারকা সুযোগ পেয়েছেন সেই ১১ জনের দলে।
অতিরিক্ত হিসেবে যে ক্রিকেটারকে রাখা হয়েছে, তিনিও একজন টিম ইন্ডিয়ারই সৈনিক। মূল দলে আছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, বরুণ চক্রবর্তী এবং মহম্মদ শামি। অন্যদিকে, অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে। তাছাড়া নিউজ়িল্যান্ড দল থেকে সুযোগ পেয়েছেন মোট চারজন। তার মধ্যে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার রাচিন রবীন্দ্র আছেন। তবে এই দলের অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে। যিনি আবার নিউজিল্যান্ডকেও নেতৃত্ব দিয়েছেন (ICC Champions Trophy 2025 Best Eleven List)।
তাছাড়া আফগানিস্তান থেকেও দুজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ওপেনার হিসেবে অবশ্য রোহিত শর্মা নেই। কারণ, ফাইনাল ম্যাচ ছাড়া বাকি চারটি ম্যাচে খুব একটা বড় রান পাননি তিনি। এদিকে দুটি শতরান করা রাচিন রবীন্দ্র রয়েছেন ওপেনার হিসেবে। মোট ২৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে (ICC Best XI)।
আপাতত তিনিই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রান করে দলকে জিতিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৮ রান করেন এই ক্রিকেটার।
অপরদিকে রাচিনের সঙ্গে রয়েছেন ইব্রাহিম জ়াদরান। আফগানিস্তান সেমিফাইনালে না উঠলেও জ়াদরান আলাদা করে বেশ নজর কেড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ১৭৭ রান চলতি প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহিত ব্যক্তিগত রান। এরপর কোহলি রয়েছেন তিন নম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। তাছাড়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন।
এছাড়া বেশ কিছু ম্যাচে ভারতের মিডল অর্ডারকে ভরসা দিয়েছেন শ্রেয়স এবং রাহুল। আইসিসি-র দলেও মিডল অর্ডারে তাই তাদেরই বেছে নেওয়া হয়েছে। ৬ নম্বরে আছেন গ্লেন ফিলিপ্স। ব্যাটিং এবং ফিল্ডিং, দুটি ক্ষেত্রেই এককথায় অনবদ্য পারফরম্যান্স ছিল তাঁর। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর তিনটি ক্যাচ ভূয়সী প্রশংসা পেয়েছে।
অন্যদিকে, জ়াদরানের পর আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজ়াই এই দলে সুযোগ পেয়েছেন। ব্যাট এবং বল, দুটি ক্ষেত্রেই অবদান রেখেছেন তিনি। ৭টি উইকেটের পাশাপাশি ১২৬ রান করেছেন তিনি। স্যান্টনার এই প্রতিযোগিতায় মোট ৯টি উইকেট নিয়েছেন।
অপরদিকে দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফেরা শামি প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেরা দলে সুযোগ পেয়ে গেছেন। তিনিও ৯টি উইকেট পেয়েছেন। ম্যাট হেনরি প্রথম এগারোয় রয়েছেন। তালিকার সর্বশেষ নাম বরুণ চক্রবর্তী।
পুরো দল: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জ়াদরান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আজমাতুল্লাহ ওমরজ়াই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মহম্মদ শামি, ম্যাট হেনরি এবং বরুণ চক্রবর্তী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
