আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত বনাম অস্ট্রেলিয়া হাইভোল্টেজ সেমিফাইনাল।  

আবারও টসে হার ভারতের। টসে জিতে ব্যাট করতে নামছে অস্ট্রেলিয়া। 

এই নিয়ে টানা ১৪টি টসে হারল ভারত। তবে হ্যাঁ, টসে হার দিয়ে অনেকক্ষেত্রেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়না। তার প্রমাণ মিলেছে গত তিনটি ম্যাচেই। 

ইতিমধ্যেই সামনে এসে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, মহম্মদ শামি

YouTube video player

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হয়ে সেমিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। 

এদিকে ভারত গত তিনটি ম্যাচই মন্থর পিচে খেলেছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজে রান উঠেছে অনেকটাই। অন্যদিকে, অস্ট্রেলিয়া এতদিন পাকিস্তানের মাটিতেই খেলছিল। সূত্রের খবর, মঙ্গলবার যে পিচে খেলা হবে, সেটি নতুন হলেও বেশ মন্থর গতিরই হবে। স্বাভাবিকভাবেই, ব্যাটারদের কিছুটা মেপে এবং বুঝে খেলতে হবে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার জানিয়েছেন, “প্রত্যেকবার আলাদা আলাদা পিচে খেলার ফলে আমাদেরও পরীক্ষার সামনে পড়তে হচ্ছে। যে তিনটি ম্যাচ দুবাইতে খেলেছি, সবকটাই আলাদা আচরণ করেছে। কারণ, এটা আমাদের দেশের মাঠ নয়, এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলিও না। তাই আমাদের কাছেও এই মাঠ অনেকটা নতুনের মতোই। এমনকি, আমরা এও জানি না যে, সেমিফাইনাল কোন পিচে খেলা হবে। যাই হোক, আমাদের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হবে।”

YouTube video player

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।