আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।
তারপরেই শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া, হাইভোল্টেজ সেমিফাইনাল। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত সব ম্যাচ দুবাইয়ের মাটিতেই খেলছে। কিন্তু জানা গেছে, সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে নতুন পিচে খেলতে নামবেন রোহিত শর্মারা (INDIA vs AUSTRALIA)? কেমন হবে সেই পিচ? তা নিয়ে জল্পনা শুরু ইতিমধ্যেই।
এদিকে ভারত গত তিনটি ম্যাচই মন্থর পিচে খেলেছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজে রান উঠেছে অনেকটাই। অন্যদিকে, অস্ট্রেলিয়া এতদিন পাকিস্তানের মাটিতেই খেলছিল। সূত্রের খবর, মঙ্গলবার যে পিচে খেলা হবে, সেটি নতুন হলেও বেশ মন্থর গতিরই হবে। স্বাভাবিকভাবেই, ব্যাটারদের কিছুটা মেপে এবং বুঝে খেলতে হবে।
সেইসঙ্গে, অস্ট্রেলিয়াকে নিজেদের পরিকল্পনাতেও বদল আনতে হবে। কারণ, এর আগে চলতি প্রতিযোগিতায় তারা একটি ম্যাচও দুবাইতে খেলেনি। এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার জানিয়েছেন, “প্রত্যেকবার আলাদা আলাদা পিচে খেলার ফলে আমাদেরও পরীক্ষার সামনে পড়তে হচ্ছে। যে তিনটি ম্যাচ দুবাইতে খেলেছি, সবকটাই আলাদা আচরণ করেছে। কারণ, এটা আমাদের দেশের মাঠ নয়, এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলিও না। তাই আমাদের কাছেও এই মাঠ অনেকটা নতুনের মতোই। এমনকি, আমরা এও জানি না যে, সেমিফাইনাল কোন পিচে খেলা হবে। যাই হোক, আমাদের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হবে।”

আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার দুপুরে, দুবাইয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। তবে আকাশে হালকা মেঘ থাকবে। কিন্তু সূর্যাস্তের পর তাপমাত্রা আবার কিছুটা কমে যাবে। জানা গেছে, তখন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। কিন্তু নিশ্চিন্ত থাকতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার কোনওরকম সম্ভাবনা নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


