রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কি ভারত-নিউজিল্যান্ড লড়াই হতে চলেছে? রাচিন রবীন্দ্রদের পারফরম্যান্স দেখে সেরকমই মনে হচ্ছে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে যে ব্যাটাররা একই সংস্করণে একাধিক শতরানের নজির গড়েছেন, তাঁদের তালিকায় জায়গা করে নিলেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তাঁর আগে এই নজির গড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, সইদ আনোয়ারের মতো প্রাক্তন ব্যাটাররা। ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নকআউটে জোড়া শতরান করেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভ। ২০১৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করেন ধাওয়ান। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ-র ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১০৫ বলে ১১২ রান করেন রবীন্দ্র। বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান করলেন নিউজিল্যান্ডের এই তরুণ ওপেনার। তিনি এদিন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ৯৩ বলে শতরান পূর্ণ করেন। এই তরুণ অলরাউন্ডার ওডিআই ফর্ম্যাটে পঞ্চম শতরান পূর্ণ করলেন। তাঁর সব শতরানই আইসিসি টুর্নামেন্টে। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রবীন্দ্র।
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে নজির রবীন্দ্রর
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একাধিক শতরান করার নজির গড়লেন রবীন্দ্র। তিনি ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান করেন। এই বিশ্বকাপে আরও দুই ম্যাচে শতরান করেন রবীন্দ্র। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করলেন এই তরুণ অলরাউন্ডার। বুধবার রবীন্দ্রর পাশাপাশি শতরান করেছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আইসিসি টুর্নামেন্টে চতুর্থ শতরান করলেন। কিউয়িদের প্রাক্তন ওপেনার নাথান অ্যাসলে আইসিসি টুর্নামেন্টে তিনটি শতরান করেন।
অষ্টম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে একাধিক শতরান রবীন্দ্রর
২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি শতরান করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার গেইল। ২০০২ সালে আইসিসি নক-আউটে জোড়া শতরান করেন সৌরভ। সেই টুর্নামেন্টেই জোড়া শতরান করেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার আনোয়ার। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস। ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা উপুল থরঙ্গা। ২০০৯ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জোড়া শতরান করেন ধাওয়ান। এবার এই টুর্নামেন্টের ইতিহাসে অষ্টম ব্যাটার হিসেবে একই সংস্করণে একাধিক শতরান করলেন রবীন্দ্র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


