সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন র‍্যাচিন রবীন্দ্ররা।

এবারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে দিলেন টম ল্যাথাম, মিচেল স্যান্টনাররা। ফলে পরপর ২ ম্যাচ জিতে এখন বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। লিগ পর্যায়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪ দল সেমি-ফাইনাল খেলবে। ফলে যত বেশি সম্ভব পয়েন্ট পেতে হবে। প্রথম ২ ম্যাচেই সহজ জয় পাওয়ায় সুবিধা হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের। আরও কয়েকটি ম্যাচ জিততে পারলেই গতবারের রানার্সদের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, পরপর ২ ম্যাচ হেরে তলানিতেই থাকল ডাচরা।

সোমবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু কোনও লাভ হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুটা ভালোভাবে করেন ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। ওপেনিং জুটিতে যোগ হয় ৬৭ রান। কনওেয় করেন ৩২ রান। ৭০ রান করেন ইয়াং। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখানো র‍্যাচিন রবীন্দ্র ৫১ রান করেন। ড্যারিল মিচেল করেন ৪৮ রান। নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম করেন ৫৩ রান। গ্লেন ফিলিপস ৪ রান করেই আউট হয়ে যান। মার্ক চাপম্যান করেন ৫ রান। ১৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন স্যান্টনার। ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ম্যাট হেনরি।

ডাচদের হয়ে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন আরিয়ান দত্ত। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন পল ভ্যান মিকেরেন। ৫৬ রান দিয়ে ২ উইকেট নেন রোয়েলফ ভ্যান ডার মারউই। ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন ব্যাস ডে লিডে।

রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে লড়াই করেন কলিন অ্যাকারম্যান। অধিনায়ক এডওয়ার্ডস করেন ৩০ রান। সাইব্র্যান্ড এনগেলব্রেখট করেন ২৯ রান। তেজা নিদামানুরু করেন ২১ রান। ওপেনার ম্যাক্স ওডোড করেন ১৬ রান। অপর ওপেনার বিক্রমজিৎ সিং করেন ১২ রান। ১১ রান করেন আরিয়ান।

নিউজিল্যান্ডের হয়ে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন স্যান্টনার। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন হেনরি। ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্যান্টনার।

আরও পড়ুন-

KL Rahul: 'টেস্টের কথা বলেছিলাম, ওডিআই-তে রাহুলের সমালোচনা করিনি,' 'রিভার্স স্যুইং' প্রসাদের

Virat Kohli: দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিরাট, ভাইরাল ভিডিও

YouTube video player