সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেট দল আগামী কয়েক মাস ধরে টেস্ট ম্যাচ খেলবে। ফলে এখন ঘরোয়া ক্রিকেটে মন দিচ্ছেন টি-২০ ফর্ম্যাটে গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব।
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেলেন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। শুক্রবার তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন লেগ স্লিপে ফিল্ডিং করছিলেন সূর্যকুমার। সেই সময় মুশির খানের লেগ-স্টাম্পের বল লেগের দিকে ঠেলে দেন তামিলনাড়ুর ব্যাটার প্রদোষ রঞ্জন পাল। সেই বল সূর্যর ডানদিক দিয়ে বাউন্ডারি লাইনের দিকে এগিয়ে যাচ্ছিল। দুই হাত দিয়ে সেই বল থামানোর চেষ্টা করেন সূর্যকুমার। তবে সেই বল থামাতে পারলেও, ডান হাতে চোট পান সূর্যকুমার। তিনি স্পষ্টতই অস্বস্তিবোধ করছিলেন। মুম্বই দলের মেডিক্যাল স্টাফ মাঠে ছুটে গিয়ে সূর্যকুমারের হাতের চোট পরীক্ষা করে দেখেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মাঠ ছেড়ে বেরিয়ে যান সূর্যকুমার। তাঁর চোট কতটা গুরুতর এখনও বোঝা যাচ্ছে না। তবে দলীপ ট্রফির ঠিক আগে এই তারকা ব্যাটার চোট পাওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
তামিলনাড়ুর বিরুদ্ধে চাপে মুম্বই
মুম্বইকে ৫১০ রানের টার্গেট দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে যায় মুম্বই। জবাবে প্রথম ইনিংসে ৩৭৯ রান করে তামিলনাড়ু। এই ম্যাচে মুম্বইয়ের তারকা ব্যাটাররা বড় রান পাননি। ৩০ রান করেই আউট হয়ে যান সূর্যকুমার। সরফরাজ খান করেন ৬ রান। ২ রান করেই আউট হয়ে যান শ্রেয়াস আইয়ার।
টেস্ট ম্যাচে খেলার লক্ষ্যে সূর্যকুমার
টি-২০ ফর্ম্যাটে অসাধারণ সাফল্য পেয়েছেন সূর্যকুমার। তবে ওডিআই ফর্ম্যাটে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। এবার দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নেওয়াই সূর্যকুমারের লক্ষ্য। কিন্তু এরই মধ্যে তিনি চোট পেলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্টে ত্রিশতরানের মালিক, দীর্ঘদিন পর প্রত্যাবর্তনের লক্ষ্যে করুণ নায়ার