IND vs ENG 4th Test: বৃষ্টির ভ্রুকুটি! ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ম্যাঞ্চেস্টার টেস্ট কি বৃষ্টিতে ভেস্তে যাবে? তুঙ্গে জল্পনা। 

IND vs ENG 4th Test: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে বুধবার থেকে। তবে ম্যাঞ্চেস্টারে বৃষ্টির ভ্রুকুটি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড আপাতত এগিয়ে ২-১ ব্যবধানে। 

ফলে, ম্যাঞ্চেস্টারে ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। সিরিজে সমতা ফেরাতে গেলে এই ম্যাচে জিততেই হবে শুভমানদের। কিন্তু ম্যাচ যদি ড্র হয় বা ভেস্তে যায়, তাহলে সিরিজ জয়ের আশা শেষ ভারতের জন্য। কারণ, এরপর ওভালে পঞ্চম টেস্টে যদি ভারত জয় পায়, তাহলে সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে তারা। অতএব, সিরিজ ড্র হবে। আর ইংল্যান্ড ম্যাচ বের করে নিলে, তারাই সিরিজ জিতবে। 

স্বাভাবিকভাবেই, সবদিক দিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য

এমনিতেই এই শহরে বৃষ্টির জন্যই বহু ম্যাচ ড্র হয়েছে। ভারত-ইংল্যান্ড টেস্টের পাঁচ দিনের বেশিরভাগ সময়েই, হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আর টেস্টের প্রথম দিন, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। তথ্য বলছে, প্রায় ৬৫% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৪-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। সেইসময় বৃষ্টি হতে পারে।

তবে উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত ৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা ১২-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং তৃতীয় ও চতুর্থ দিনের জন্য পূর্বাভাস অবশ্য তুলনামূলক কিছুটা ভালো। এদিকে পঞ্চম দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪০%।

বৃষ্টি হলে পিচের চরিত্রও বদলাবে 

এমনিতে পাটা পিচ হওয়ার কথা। তবে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে পিচও কিছুটা ভাঙবে। ফলে, ২২ গজে পেস এবং বাউন্সও কিছুটা পাওয়া যাবে। তবে বৃষ্টি হলে পিচের চরিত্র কিছুটা বদলাতে পারে বলেই মনে করছেন পিচ প্রস্তুতকারক স্টিভ হার্মিসন। যা অনেকটা এজবাস্টন বা লর্ডসের শেষদিনের পিচের মতো হয়ে যাবে বলেও মত তাঁর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।