IND vs PAK Asia Cup 2025: শিবম দুবেকে রেখে দিয়ে অক্ষর প্যাটেলকে বসিয়ে দেওয়া হল। সেক্ষেত্রে তাঁর জায়গায় আর্শদীপকে আনা হতে পারে। অপরদিকে, অভিজ্ঞ যশপ্রীত বুমরা তো আছেনই। 

IND vs PAK Asia Cup 2025: হাইভোল্টেজ ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গে। এশীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা লড়াই। চলতি এশিয়া কাপে রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। 

চলতি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচে জেতার পর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। নিঃসন্দেহে মেগা টুর্নামেন্টের এই ম্যাচে, ভারতের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনজন স্পিনারের সঙ্গে ভারত শুধুমাত্র যশপ্রীত বুমরাকেই স্পেশ্যালিস্ট পেসার হিসেবে দলে রেখেছিল। 

পাকিস্তানের বিরুদ্ধেও কি তাহলে সেই তিনজন স্পিনারই মাঠে নামবেন? 

শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেনিং করলেও, সঞ্জু স্যামসনকে আদৌ তিন নম্বরে নিয়ে আসা হয় কিনা, সেটাও দেখার বিষয়।কারণ, সেই ম্যাচে তিন নম্বরে সূর্যকুমার যাদবকে নামানো হয়েছিল। তবে আইপিএল-র মঞ্চে তিন নম্বরে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সঞ্জুর। তবে শোনা যাচ্ছে, আর্শদীপ সিং আসতে পারেন ভারতের প্রথম একাদশে। কারণ, সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই ধরনের ম্যাচে শিবম দুবের পরিবর্তে দলে আরও একজন স্পেশ্যালিস্ট পেসারকে দলে নেওয়া হতে পারে।

অন্যদিকে, ব্যাটিং লাইন-আপে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল থাকবেন। তবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে চার রান দিয়ে তিন উইকেট নেওয়া ভারতের অন্যতম ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবের পক্ষে প্রথম একাদশে স্থান ধরে রাখা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই সেক্ষেত্রে শিবম দুবের পরিবর্তে স্পেশ্যালিস্ট পেসার হিসেবে দলে আসতে পারেন আর্শদীপ সিং। 

Scroll to load tweet…

সুযোগ পাচ্ছেন আর্শদীপ সিং?

আবার এটাও হতে পারে যে, শিবম দুবেকে রেখে দিয়ে অক্ষর প্যাটেলকে বসিয়ে দেওয়া হল। সেক্ষেত্রে তাঁর জায়গায় আর্শদীপকে আনা হতে পারে। অপরদিকে, অভিজ্ঞ যশপ্রীত বুমরা তো আছেনই। পেস আক্রমণ থাকলেও, ভারত স্পিনারদের সাহায্যেই ম্যাচ জেতার চেষ্টা করবে বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, প্রথম ম্যাচ জেতা দলে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে/আর্শদীপ সিং, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।