IND vs ENG 4th Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে এখনও পর্যন্ত ৯টি টেস্টে খেললেও, একটিতেও জয় পায়নি ভারত।

IND vs ENG 4th Test: শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে এখনও পর্যন্ত ৯টি টেস্টে খেললেও, একটিতেও জয় পায়নি ভারত। আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে এই ম্যাচটি। 

সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতের প্রয়োজন একটি ঐতিহাসিক জয়

ওল্ড ট্র্যাফোর্ডে এখনও পর্যন্ত খেলা ৯টি টেস্টে মাঠে নামেলও, একটিতেও জয় পায়নি ভারত। তাই ম্যাঞ্চেস্টারে প্রথম জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস তৈরি করার সম্ভাবনা রয়েছে ভারতের সামনে। সেক্ষেত্রে পাঁচ ম্যাচের সিরিজে সমতাও ফেরাতে পারবে টিম ইন্ডিয়া।

গত ১৯৩৬ সালে, প্রথমবার ম্যাঞ্চেস্টারে খেলেছিল ভারত। তারপর থেকে ম্যাঞ্চেস্টারে আরও ৮টি টেস্ট খেলেছে তারা। তার মধ্যে চারটিতেই হেরেছে এবং পাঁচটি ড্র হয়েছে। ম্যাঞ্চেস্টারের পিচ সাধারণত পেসারদের সহায়ক হয়ে থাকে। জোফ্রা আর্চারের নেতৃত্বাধীন ইংরেজ পেস আক্রমণকে অতিক্রম করাই হবে ভারতের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ।

এদিকে ২০১৯ সালে, শেষবার ম্যাঞ্চেস্টারে পরাজিত হয়েছিল ইংল্যান্ড 

সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছিল তারা। তারপর থেকে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে তারা।

লর্ডসের মতো ম্যাঞ্চেস্টারেও সবচেয়ে বেশি রান করেছেন জো রুট। ১১ ম্যাচে ৬৫.২০ গড় রেখে ৯৭৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। একটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ৫৭৯ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে জিতেছিল। এরপর বার্মিংহামে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচে ভারত ৩৩৬ রানে জয় পায়। 

কিন্তু লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। তাই লড়াইতে ফিরতে হবে ভারতকে।