সংক্ষিপ্ত
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে। ভারতের স্পিনারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের টক্কর জমে উঠেছে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে সেভাবে লড়াই হয়নি। ভারতীয় দল সহজেই জয় পেয়েছিল। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দুই সেশনেই দুর্দান্ত লড়াই হল। দ্বিতীয় সেশনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৯৯ রান করেছে। পিটার হ্যান্ডসকম্ব ৩৬ ও প্যাট কামিন্স ২৩ রান করে অপরাজিত। ভারতের হয়ে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ৪৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম সেশনের মতোই দ্বিতীয় সেশনেও ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আউট হয়ে গিয়েছেন ট্রেভিস হেড (১২), উসমান খাজা (৮১) ও অ্যালেক্স কেরি (০)। এই সেশনে প্রথম উইকেট নেন সামি। তাঁর বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেড। এরপর জাদেজার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান শতরানের দিকে এগিয়ে চলা খাজা। কেরি ৫ বলে খেলে কোনও রান না করেই অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
নাগপুরে দুই ইনিংসেই বড় রান পাননি অস্ট্রেলিয়ার ওপেনার খাজা। তবে দিল্লিতে তিনি অসাধারণ ইনিংস খেললেন। এই বাঁ হাতি ব্যাটার অনেক রিভার্স স্যুইপ করলেন। অশ্বিন-জাদেজা-সামিদের ভালোভাবেই সামাল দিচ্ছিলেন তিনি। তবে শতরান আর করা হল না এই ব্যাটারের। ৮১ রানেই থেমে গেলেন তিনি। অসাধারণ ক্যাচ নেন রাহুল। মিডল অর্ডারে বড় রান করার জন্য হেডের উপর ভরসা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বড় রান পেলেন না তিনি। কেরি শুরুতেই আউট হয়ে গেলেন।
নাগপুর টেস্ট ম্যাচের মতোই দিল্লিতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অশ্বিন। জাদেজাও ভালো বোলিং করছেন। প্রথম দিনই অস্ট্রেলিয়াকে অলআউট করার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে ভারতীয় দল। এদিনই যদি অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায়, তাহলে ভারতীয় দলের সুবিধা হবে। নাগপুর টেস্ট ম্যাচ আড়াই দিনে শেষ হয়ে গিয়েছিল। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কতক্ষণ লড়াই করতে পারেন, তার উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে। প্রথম দিনই যদি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় এবং তারপর ভারতীয় দল প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারে, তাহলে পাঁচ দিনে ম্যাচ গড়ানোর সম্ভাবনা কমে যাবে। তাতে অবশ্য ভারতের সমস্যা নেই। দ্রুত ম্যাচ শেষ হয়ে গেলে বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।
আরও পড়ুন-
Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা
ভারতের পিচে মানিয়ে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার স্পিনাররা, স্বীকার কামিন্সের
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, নিলামে দেড় কোটি টাকা পেয়ে মায়ের স্বপ্নপূরণ রেণুকার