এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। বুধবারের ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। এই ম্যাচের মাধ্যমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল।
কটকের বারাবটি স্টেডিয়ামে ব্যাটে ঝড় তুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ব্যাটিংয়ের মহড়া সেরে নিলেন শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলরা। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে যখন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, তখনই বোধহয় মনে মনে হাসছিলেন শুবমান। আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক হওয়ার সুবাদে এই মাঠ যে তাঁর চেনা। এই মাঠে এর আগে টেস্ট, টি-২০, আইপিএল-এ শতরান করেছিলেন। এবার ওডিআই ফর্ম্যাটেও শতরান করে ফেললেন শুবমান। তিনি পঞ্চম ব্যাটার হিসেবে একই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে শতরান করার নজির গড়লেন। অর্ধশতরান করলেন বিরাট ও শ্রেয়াস। ভালো ব্যাটিং করলেন রাহুল। দলগত পারফরম্যান্সেই ৩৫০ পেরিয়ে গেল ভারতীয় দল।
খারাপ শুরু করেও বিশাল স্কোর ভারতের
এদিন ২ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান রোহিত। এরপর বিরাটের সঙ্গে জুটি বেঁধে ১১৬ রান যোগ করেন শুবমান। তিনি ১০২ বলে ১১২ রান করেন। বিরাট ৫৫ বলে ৫২ রান করেন। ৬৪ বলে ৭৮ রান করেন শ্রেয়াস। শুবমান-শ্রেয়াস জুটিতে ১০৪ রান যোগ হয়। ২৯ বলে ৪০ রান করেন রাহুল। হার্দিক পান্ডিয়া করেন ১৭ রান। অক্ষর প্যাটেল ১৩, ওয়াশিংটন সুন্দর ১৪, হর্ষিত রানা ১৩ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানে অলআউট হয়ে গেল ভারত।
ইংল্যান্ডের বোলারদের দুরবস্থা
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গাস অ্যাটকিসনের। তিনি ৮ ওভার বোলিং করে ৭৪ রান দিয়ে ১ উইকেট নেন। ১০ ওভারে ৬৮ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব মাহমুদ। ৫ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন জো রুট। সবচেয়ে ভালো বোলিং করেন মার্ক উড। তিনি ৯ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। লিয়াম লিভিংস্টোন ৮ ওভারে ৫৭ রান দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে শুবমান গিলের শতরান, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির
রোহিত শর্মার ব্যাটিংয়ের উন্নতিতে কীভাবে সাহায্য করেছে টেনিস বল? জানালেন ছোটবেলার কোচ
টানা দ্বিতীয়বার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
