India vs South Africa: শনিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে ভারতীয় দল।
KNOW
Washington Sundar: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দুই ইনিংসেই অসাধারণ লড়াই করার সুবাদে কি এবার ব্যাটিং অর্ডারে পাকাপাকিভাবে তিন নম্বরেই জায়গা পেতে চলেছেন ওয়াশিংটন সুন্দর? গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় শিবিরে এই আলোচনাই চলছে। ইডেনে প্রথম দিনের খেলার শেষদিকে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিন সকালে ৮২ বল খেলে ২৯ রান করে আউট হয়ে যান ওয়াশিংটন। এরপর দ্বিতীয় ইনিংসেও তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৯২ বলে ৩১ রান করেন ওয়াশিংটন। তিনি নতুন বল যেমন ভালোভাবে সামলেছেন, তেমনই পুরনো বলেও সাবলীল ব্যাটিং করেছেন। টেস্ট ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করে ক্রিজে টিকে থাকতে হয়, ঠিক সেটাই করছেন ওয়াশিংটন। তিনি ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন।
ইডেনের সেরা ব্যাটার ওয়াশিংটন
ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। দুই দলের চার ইনিংস মিলিয়ে একমাত্র অর্ধশতরান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। ওয়াশিংটন অর্ধশতরান করতে না পারলেও, দুই দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই ইনিংসেই ৫০-এর বেশি বল খেলেছেন। এই পারফরম্যান্সের জন্যই গুয়াহাটিতেও তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেতে চলেছেন ওয়াশিংটন।
ব্যাটিং-বোলিংয়ে সাফল্য ওয়াশিংটনের
২০২১ সালে গাব্বায় (The Gabba) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় ওয়াশিংটনের। তিনি এখনও পর্যন্ত ১৫ টেস্ট ম্যাচ খেলে ৭৬১ রান করেছেন। একবার টেস্টে শতরান করেছেন এই অলরাউন্ডার। তিনি এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৩৫ উইকেট নিয়েছেন। একবার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ওয়াশিংটন। তিনি গুয়াহাটিতেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। বড় স্কোর করে এবং উইকেট নিয়ে ভারতীয় দলকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করতে তৈরি ওয়াশিংটন। তাঁর উপর ভরসা করছে ভারতীয় শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


