Shubman Gill Injury Update: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং করতে নেমে ঘাড়ে চোট পান ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে।

DID YOU
KNOW
?
শ্রেয়াস-শুবমানের চোট
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে চোট পান শ্রেয়াস আইয়ার। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পান শুবমান গিল।

Shubman Gill-Shreyas Iyer Injury Update: ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল এবং তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা সম্পর্কে ভালো খবর দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। রাঁচিতে (Ranchi) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম ওডিআই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মর্কেল বলেছেন, 'বিসিসিআই মেডিক্যাল টিম (BCCI Medical Team) এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে। দু'দিন আগে আমি শুবমানের সঙ্গে কথা বলেছি। ও কেমন আছে সেটাই জিজ্ঞাসা করছিলাম। ও সুস্থ হয়ে উঠছে। সে কথা শুনে আমার ভালো লেগেছে। শ্রেয়াসও রিহ্যাব শুরু করেছে। সেটা খুব ভালো বিষয়। আমরা ওদের দলে ফের স্বাগত জানাতে তৈরি হচ্ছি। ভালো বিষয় হল, ওরা সুস্থ হয়ে উঠছে। ওরা দলে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।'

নতুুন দায়িত্ব পাওয়ার পরেই চোট

অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) প্রথমবার ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শুবমান। ওডিআই দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শ্রেয়াস। এরপর তাঁরা দু'জনেই চোট পান এবং তাঁদের দু'জনকেই হাসপাতালে ভর্তি হতে হয়। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ চলাকালীন পাঁজরে মারাত্মক চোট পাওয়ার পর সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি হন শুবমান। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পান শুবমান। তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে অধিনায়ক ও সহ-অধিনায়ককে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে নামছে ভারতীয় দল।

ওডিআই সিরিজে অধিনায়ক রাহুল

শুবমান ও শ্রেয়াস চোটের জন্য দলের বাইরে থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এল রাহুল (KL Rahul)। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।