সংক্ষিপ্ত

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হেরে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়েছেন শুবমান গিলরা। শনিবার চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত।

সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করল জিম্বাবোয়ে। লড়াই করলেন অধিনায়ক সিকন্দর রাজা। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৪৬ রান করেন রাজা। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি করেন ৩২ রান। অপর ওপেনার ওয়েসলি ম্যাডহেভেরে করেন ২৫ রান। জিম্বাবোয়ের অন্য কোনও ব্যাটার বিশেষ লড়াই করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে খলিল আহমেদ ৪ ওভারে ৩২ রান দিয়ে জোড়া উইকেট নেন। ১ উইকেট করে নেন তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে। ভারতের বোলাররা এদিন খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। তবে ব্যাটিং লাইনআপের যা শক্তি, তাতে সহজেই ১৫৩ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া উচিত।

ভালো শুরু করেও থমকে গেল জিম্বাবোয়ে

ইনিংসের শুরুটা ভালো করেও বড় রান করতে পারল না জিম্বাবোয়ে। ওপেনিং জুটিতে যোগ হয় ৬৩ রান। এরপর অবশ্য রাজা ছাড়া আর কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯ রান করেই আউট হয়ে যান ব্রায়ান বেনেট। ৩ রান করেই আউট হয়ে যান জোনাথন ক্যাম্পবেল। ডিয়ন মায়ার্স করেন ১২ রান। উইকেটকিপার ক্লাইভ ম্যাডান্ডে করেন ৭ রান। ৪ রান করে অপরাজিত থাকেন ফরাজ আক্রম।

শনিবারই সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে না গেলে সিরিজের ফল ৫-০ করতে পারতেন ওয়াশিংটনরা। তবে এখন সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

NatWest Series 2002: ২২ বছর পার, লর্ডসের ব্যালকনিতে দাদাগিরির সুখস্মৃতিতে ডুবে সৌরভ-অনুরাগীরা

India vs Sri Lanka: সীমিত ওভারের সিরিজ, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু গম্ভীরের

Sourav Ganguly: গতির দৌড়ে সামিল মহারাজ, ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্সের মালিক সৌরভ