2025 ICC Women's Cricket World Cup: বৃষ্টি মাথায় নিয়েই শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা (India Women vs South Africa Women) প্রথমবার সিনিয়র পর্যায়ে মহিলাদের বিশ্বকাপ জিতবে।

DID YOU
KNOW
?
প্রথম খেতাবই লক্ষ্য
ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মহিলাদের সিনিয়র পর্যায়ে ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি। ফলে দুই দলই প্রথমবার খেতাব জিততে মরিয়া।

India Women vs South Africa Women Final: মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল তিনটেয়। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় প্রথমে ঠিক হয়, বিকেল সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হবে। কিন্তু বৃষ্টির জন্য পিছিয়ে যায় ম্যাচ। বৃষ্টিভেজা পরিবেশে টসে জিতলে ভারতীয় দল নিশ্চিতভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিত। কিন্তু টসে হেরে যাওয়ায় সেটা হল না। ফলে ভারতের ব্যাটিং লাইনআপকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বড় স্কোর করতে না পারলে বিশ্বজয় করা সম্ভব নয়। ভারতের ওপেনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২ দলের হয়ে কারা খেলছেন?

বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলছেন- শেফালি ভার্মা (Shafali Verma), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) (অধিনায়ক), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh), আমনজ্যোত কউর (Amanjot Kaur), রাধা যাদব (Radha Yadav), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরণী (Shree Charani) ও রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- লরা উলভার্ডট (Laura Wolvaardt) (অধিনায়ক), তাজমিন ব্রিটস (Tazmin Brits), অ্যানিকে বশ (Anneke Bosch), সানে লাস (Sune Luus), মেরিজেন ক্যাপ (Marizanne Kapp), সিনালো জাফটা (Sinalo Jafta) (উইকেটকিপার), অ্যানিরি ডার্কসেন (Annerie Dercksen), ক্লো ট্রায়ন (Chloe Tryon), নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk), আয়াবঙ্গা খাকা (Ayabonga Khaka) ও ননকুলুলেকো এমলাবা (Nonkululeko Mlaba)।

৫০ ওভারেরই ম্যাচ হচ্ছে

বিকেল পাঁচটায় শুরু হচ্ছে খেলা। তবে দু'ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হলেও, নির্ধারিত ৫০ ওভারেরই ম্যাচ হচ্ছে। সময় নষ্ট হলেও, ওভার সংখ্যা কমানো হয়নি। আর বৃষ্টি না হলে দুই দলের ইনিংসে ৫০ ওভার করেই খেলা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।