2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India Women vs South Africa Women) মুখোমুখি ভারতীয় দল। নভি মুম্বইয়ে (Navi Mumbai) এই ম্যাচ জিতে প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টি সমস্যা তৈরি করেছে।

2025 ICC Women's Cricket World Cup Final: নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) আউটফিল্ড ভিজে থাকায় পিছিয়ে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। দুপুর আড়াইটেয় ভারত-দক্ষিণ আফ্রিকা (India Women vs South Africa Women) ম্যাচের টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল তিনটেয়। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় টসও পিছিয়ে গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল তিনটেয় টস হবে। খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়। তবে যদি এর মধ্যে আবার বৃষ্টি না হয়, তাহলে আধ ঘণ্টা দেরিতে শুরু হবে ম্যাচ। দুই দলের ক্রিকেটাররাই খেলতে নামার জন্য তৈরি। কিন্তু বৃষ্টির জন্য সমস্যা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যেতে পারে আকাশ। বৃষ্টিও নামতে পারে। বিকেল চারটে থেকে সন্ধে সাতটার মধ্যে বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস সন্ধে ছ'টা থেকে সাতটার মধ্যে। তবে বৃষ্টি যে হবেই, সে কথা বলা যাচ্ছে না। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা ৫৮ শতাংশ। এরকম বৃষ্টির পূর্বাভাস থাকলে বৃষ্টি না-ও হতে পারে। বৃষ্টি হলেও সামান্যই হবে। তাতে ম্যাচ কিছুক্ষণের জন্য থেমে যেতে পারে, তবে তারপর ফের শুরু হবে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই সমস্যা হল।

নভি মুুম্বইয়ে ফের বৃষ্টি

শেষ খবর পাওয়া পর্যন্ত নভি মুম্বইয়ে ফের বৃষ্টি শুরু হয়েছে। ফলে তিনটেয় টস হচ্ছে না। ম্যাচও সাড়ে তিনটেয় শুরু করা সম্ভব হবে না। পিছিয়ে যাচ্ছে ম্যাচ। দর্শকদের মধ্যে আগ্রহের পাশাপাশি উৎকণ্ঠাও দেখা যাচ্ছে। এই ম্যাচ ভেস্তে গেলে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ, লিগ পর্যায়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে ছিল ভারত। লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। ফলে ম্যাচ শুরু হওয়া জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।