সংক্ষিপ্ত
গতবারের মতো এবারের আইপিএল-এর শুরুটাও দুর্দান্তভাবে করেছে রাজস্থান রয়্যালস। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সঞ্জু স্যামসনরা।
মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই ৯ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে জয়ের পাশাপাশি ওপেনার যশস্বী জয়সোয়ালের অপরাজিত শতরান রাজস্থানের কাছে বড় পাওনা। এর আগের ম্যাচগুলিতে বড় রান পাননি যশস্বী। ফলে টি-২০ বিশ্বকাপের আগে এই তরুণ ব্যাটারের ফর্ম নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহল। তবে সোমবার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন যশস্বী। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন এই তরুণ। তিনি ৯টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি মারেন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনও ভালো ব্যাটিং করেন। তিনি ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ২৫ বলে ৩৫ রান করেন জস বাটলার। তিনি ৬টি বাউন্ডারি মারেন।
ফের ব্যর্থ হার্দিক
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি যথারীতি ব্যর্থ হলেন। ১০ বল খেলে ১০ রান করেন হার্দিক। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও (৬) এদিন ব্যর্থ হলেন। ঈশান কিষানও (০) ব্যর্থ হলেন। সূর্যকুমার যাদবও (১০) বড় রান পেলেন না। সর্বাধিক ৬৫ রান করেন তিলক ভার্মা। তাঁর ৪৫ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ১৭ বলে ২৩ রান করেন মহম্মদ নবি। ২৪ বলে ৪৯ রান করেন নেহাল ওয়াধেরা। টিম ডেভিড ৩ রান করেই আউট হয়ে যান। প্রথম বলেই আউট হয়ে যান জেরাল্ড কোটজি (০)। ১ রান করে অপরাজিত থাকেন পীযূষ চাওলা। ২ রান করে অপরাজিত থাকেন জসপ্রীত বুমরা। ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বই।
সন্দীপ শর্মার অসাধারণ বোলিং
রাজস্থানের হয়ে ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন সন্দীপ শর্মা। ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ, বিরাট কোহলির জরিমানা
KKR Vs RCB: বিতর্কের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ১ রানে জয়, পয়েন্ট তালিকায় দ্বিতীয় কেকেআর
Dinesh Karthik: আইপিএল-এ ২৫০ ম্যাচ, ধোনি-রোহিতের নজির স্পর্শ কার্তিকের