IPL 2025: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফের শুরু হচ্ছে। এরই মধ্যে এই লিগে কয়েকজন বিদেশি ক্রিকেটারের ফের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Mustafizur Rahman joined Delhi Capitals: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2025 Auction) কোনও ফ্র্যাঞ্চাইজিতেই জায়গা পাননি। তবে এই টি-২০ লিগের শেষদিকে অপ্রত্যাশিতভাবে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসে জায়গা পেলেন মুস্তাফিজুর। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে খেলবেন না ফ্রেজার-ম্যাকগার্ক। তিনি ভারতে না ফেরায় মুস্তাফিজুরের কপাল খুলে গেল। এবারের আইপিএল-এ আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। তার জন্যই ৬ কোটি টাকা পাচ্ছেন বাংলাদেশের এই পেসার। তিনি এর আগে একাধিক মরসুমে আইপিএল-এ খেলেছেন। ভারতের মাটিতে অনেক আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই আশা দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের।

আইপিএল-এ একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট-টাকি অঞ্চলে ইছামতি নদীর ঠিক উল্টোদিকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্ম মুস্তাফিজুরের। এই পেসার এখনও পর্যন্ত আইপিএল-এ ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৮.১৪। গত মরসুমের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ছিলেন মুস্তাফিজুর। ৯ ম্যাচ খেলে এই পেসার ১৪ উইকেট নেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি চার উইকেট নেন। তবে নিলামের আগেই এই পেসারকে ছেড়ে দেয় সিএসকে। নিলামে কোনও দলই মুস্তাফিজুরকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। এবার চলতি আইপিএল-এর শেষদিকে অভাবনীয়ভাবে মোটা টাকা রোজগারের সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের এই পেসার। তিনি এর আগে ২০২২ ও ২০২৩ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। খুব ভালো পারফরম্যান্স অবশ্য দেখাতে পারেননি। ১০ ম্যাচ খেলে ৯ উইকেট নেন। তবে এখন বাধ্য হয়েই এই পেসারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন মুস্তাফিজুর

এক দশক ধরে টি-২০ ফর্ম্যাটে খেলছেন মুস্তাফিজুর। এখনও পর্যন্ত এই ফর্ম্যাটে ২৮১ ম্যাচ খেলে ৩৫১ উইকেট নিয়েছেন এই পেসার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) ঢাকা ক্যাপিটালসের (Dhaka Capitals) হয়ে খেলেন মুস্তাফিজুর। এই লিগে তিনি ১২ ম্যাচ খেলে ১৩ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।