IPL 2025, KKR vs LSG: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2025) সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।

IPL 2025, Kolkata Knight Riders vs Lucknow Super Giants: খুব কাছে গিয়েও শেষরক্ষা হল না। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে চার রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই কাল হল। কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) দুর্দান্ত লড়াই করেন। কিন্তু তা সত্ত্বেও খালি হাতে ফিরতে হল কেকেআর-কে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২৩৮ রান করে লখনউ। জবাবে ৭ উইকেটে ২৩৪ রান করেই থেমে গেল কেকেআর। ঘরের মাঠে হার কেকেআর শিবিরের পক্ষে বড় ধাক্কা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগ নিয়ে রাহানে-চন্দ্রকান্ত পণ্ডিতদের অনেক ভাবনা-চিন্তা করতে হবে।

টসে হেরে মুখে হাসি লখনউ শিবিরের

ইডেন গার্ডেন্সে দিন-রাতের ম্যাচে রান তাড়া করে জেতা অত্যন্ত কঠিন। মঙ্গলবার ফের সেটা দেখা গেল। লখনউয়ের টপ অর্ডার এদিন অসাধারণ পারফরম্যান্স দেখায়। ওপেনার এইডেন মার্করাম ২৮ বলে ৪৭ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ৩৬ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনি সাতটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। এই তিন ব্যাটারের জন্যই বড় স্কোর করতে পারে লখনউ। কেকেআর-এর হয়ে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষিত রানা (Harshit Rana)। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আন্দ্রে রাসেল (Andre Russell)।

লড়াই করেও হার কেকেআর-এর

কেকেআর-এর ওপেনার কুইন্টন ডি কক (Sunil Narine) (৯ বলে ১৫) ফের ব্যর্থ। অপর ওপেনার সুনীল নারিন (Sunil Narine) ১৩ বলে ৩০ রান করেন। এরপর দুর্দান্ত লড়াই করেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ৩৫ বলে ৬১ রান করেন রাহানে। ভেঙ্কটেশ ২৯ বলে ৪৫ রান করেন। এরপর সমস্যায় পড়ে যায় কেকেআর। দ্রুত আউট হয়ে যান রমনদীপ সিং (১), অঙ্গকৃশ রঘুবংশী (৫), রাসেল (৭)। শেষপর্যন্ত লড়াই চালান রিঙ্কু। তিনি ১৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। হর্ষিত ৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)। ৫২ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। আবেশ খান (Shardul Thakur) ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi)। ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।